Ajker Patrika

ছিনিয়ে নেওয়া আসামি ফের গ্রেপ্তার, আহত ৩

গোপালপুর প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩: ০৭
Thumbnail image

গোপালপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিয়েছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আবারও অভিযান চালিয়ে ওই আসামি ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাজনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চিলাবাড়ী গ্রামের বাসিন্দা রিপনের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে চাঁদাবাজি ও অপহরণের দুটি পৃথক মামলায় আদালতে হাজিরা না দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন রিপন। গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সাজনপুর মুদিখানা বাজার থেকে রিপনকে গ্রেপ্তার করে। থানায় নিয়ে আসার পথে ভুটিয়া মোড়ে রিপনের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় রিপনকে ছিনিয়ে নেন।

এরপর রাত ১০টায় বাড়তি পুলিশ গিয়ে ভুটিয়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে রিপনকে পুনরায় গ্রেপ্তার করে। রিপনের সহযোগীরা সেখানেও লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে পুনরায় পুলিশের ওপর হামলা চালিয়ে রিপনকে দ্বিতীয় দফা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। হামলায় এসআই শহীদুল, এসআই সালাউদ্দীন এবং কনস্টেবল মাখন চন্দ্র আহত হন। আহতরা গোপালপুর হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি রিপন ও মিজানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত