Ajker Patrika

ফেরি চালু হতেআরও ১ সপ্তাহ লাগতে পারে

মুন্সিগঞ্জ ও শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১০: ১৭
ফেরি চালু হতেআরও ১ সপ্তাহ লাগতে পারে

শিমুলিয়া-মাঝিরঘাট নৌরুটে গতকাল শনিবার পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করা হয়েছে। তবে মাঝিরঘাট অংশের পাইনপাড়া চ্যানেলের ৪টি অংশে নাব্য সংকটের কারণে স্থায়ীভাবে ফেরি চলাচল শুরু হতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

ঘাট সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে ১টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুঞ্জলতা ব্যক্তিগত ছোট যানবাহন নিয়ে শরীয়তপুরের মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। এক ঘণ্টার নৌপথ পাড়ি দিয়ে বেলা পৌনে ২টার দিকে ফেরিটি মঙ্গল মাঝিরঘাটে নোঙর করে। মাঝপথে পদ্মা সেতুর পূর্ব পাশে থাকা পাইনপাড়া চ্যানেলের অন্তত ৪টি স্থানে ফেরিটি নাব্য সংকটে আটকা পড়ে। কিছু সময়ের প্রচেষ্টায় ফেরিটি মুক্ত হলেও নৌপথটি এখনো ফেরি চলাচলের জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাব্য সংকট থাকা চারটি জায়গায়

খননকাজ করছে বিআইডব্লিউটিএ। খননকাজ শেষে আগামী সপ্তাহে স্থায়ীভাবে ফেরি চলাচল শুরুর কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি জানায়, বারবার পদ্মা সেতুর সঙ্গে ফেরির ধাক্কা লাগার ঘটনায় কয়েক দফা বন্ধ থাকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল। বর্তমানে দিনের বেলায় চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যাত্রী দুর্ভোগ লাঘবে এবং জরুরি যানবাহন পারাপারের সুবিধার্থে শিমুলিয়া-মাঝিরঘাট নৌরুটটি চালু করার উদ্যোগ নেয় বিআইডব্লিউটিসি। এ জন্য মাঝিরঘাটে নতুন ঘাট নির্মাণ করা হলেও নাব্য সংকটে ফেরি চলাচল শুরু করা এখন পর্যন্ত সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত