Ajker Patrika

সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ০৩
সৈয়দ আশরাফের  মৃত্যুবার্ষিকী পালিত

আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল সোমবার। ২০১৯ সালের ৩ জানুয়ারি ক্যানসারে আক্রান্ত হয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল কিশোরগঞ্জ জেলা শহরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা শহরের আখড়া বাজারের সেতু এলাকার সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল, পৌরসভার মেয়র পারভেজ মিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সৈয়দ আশরাফের ম্যুরালে শ্রদ্ধা জানান। পরে গতকাল বিকেলে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ আসনে ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা চারবার সাংসদ নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও জনপ্রশাসনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া টানা দুবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সৈয়দ আশরাফ ১৯৫২ সালের ১ জানুয়ারি জন্ম গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত