ফেনী প্রতিনিধি
ফেনীতে সোনা ডাকাতির ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিসহ সাত পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার ঘটনাটি ছিল দেশে বেশ আলোচিত।
গত ৮ আগস্ট সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে রেল ক্রসিং এলাকায় গোপাল কান্তি দাস নামের চট্টগ্রামের এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ২০টি সোনার বার লুটের অভিযোগ ওঠে ডিবির ওই কর্মকর্তাদের বিরুদ্ধে।
ঘটনার এক দিন পর সোনা ব্যবসায়ী গোপাল কান্তি দাস ডিবির সাবেক ওসি সাইফুল ইসলাম, এসআই মোতাহার হোসেন, মিজানুর রহমান, ও নুরুল হক এবং এএসআই অভিজিৎ বড়ুয়াসহ মাসুদ রানার নামে থানায় লিখিত অভিযোগ দেন। সেদিনই পুলিশ ডিবির ওসি সাইফুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে ১৫টি সোনার বার উদ্ধার করে। এ ঘটনায় অপরাধীদের সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু সোনার বার ডাকাতি ও লুটের ঘটনার পর দীর্ঘ দিনেও বাকি পাঁচটি বার উদ্ধার হয়নি।
তবে সে সময় সোনার বার উদ্ধার, ডাকাতি ও লুটের বিষয়ে তিন দফা রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খোলেননি ডিবির বরখাস্ত ওসি সাইফুল ইসলামসহ অন্যরা।
এ ঘটনায় গত ২৩ আগস্ট মামলার বাদী ব্যবসায়ী গোপাল দাশের গাড়িচালক শওকত আলী ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। গত বুধবার পুলিশের গাড়িচালক মঈনুল হোসেন ও আমজাদ হোসেন তুহিন আদালতে জবানবন্দি দেন। পাশাপাশি এই মামলায় আটক বাদীর সাবেক ব্যবসায়ী অংশীদার সমিদুল আলম ভুট্টো গত ১৫ আগস্ট ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁকেও মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সব কিছু গুছিয়ে আনা হয়েছে। মামলার অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে।
ফেনীতে সোনা ডাকাতির ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিসহ সাত পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার ঘটনাটি ছিল দেশে বেশ আলোচিত।
গত ৮ আগস্ট সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে রেল ক্রসিং এলাকায় গোপাল কান্তি দাস নামের চট্টগ্রামের এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ২০টি সোনার বার লুটের অভিযোগ ওঠে ডিবির ওই কর্মকর্তাদের বিরুদ্ধে।
ঘটনার এক দিন পর সোনা ব্যবসায়ী গোপাল কান্তি দাস ডিবির সাবেক ওসি সাইফুল ইসলাম, এসআই মোতাহার হোসেন, মিজানুর রহমান, ও নুরুল হক এবং এএসআই অভিজিৎ বড়ুয়াসহ মাসুদ রানার নামে থানায় লিখিত অভিযোগ দেন। সেদিনই পুলিশ ডিবির ওসি সাইফুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে ১৫টি সোনার বার উদ্ধার করে। এ ঘটনায় অপরাধীদের সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু সোনার বার ডাকাতি ও লুটের ঘটনার পর দীর্ঘ দিনেও বাকি পাঁচটি বার উদ্ধার হয়নি।
তবে সে সময় সোনার বার উদ্ধার, ডাকাতি ও লুটের বিষয়ে তিন দফা রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খোলেননি ডিবির বরখাস্ত ওসি সাইফুল ইসলামসহ অন্যরা।
এ ঘটনায় গত ২৩ আগস্ট মামলার বাদী ব্যবসায়ী গোপাল দাশের গাড়িচালক শওকত আলী ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। গত বুধবার পুলিশের গাড়িচালক মঈনুল হোসেন ও আমজাদ হোসেন তুহিন আদালতে জবানবন্দি দেন। পাশাপাশি এই মামলায় আটক বাদীর সাবেক ব্যবসায়ী অংশীদার সমিদুল আলম ভুট্টো গত ১৫ আগস্ট ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁকেও মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সব কিছু গুছিয়ে আনা হয়েছে। মামলার অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪