শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শিক্ষিকা চুল কেটে দেওয়ায় অপমান সইতে না পেরে গত ২৭ সেপ্টেম্বর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের এক শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে এবার সবার সামনে বিষপান করেছেন অনশনরত আরেক শিক্ষার্থী।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে আত্মহত্যার চেষ্টা করা ওই শিক্ষার্থীর নাম শামীম আহমেদ। চুল কেটে দেওয়া ১৪ জনের মধ্যে তিনিও একজন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাঁকে প্রথমে প্রাইভেট ক্লিনিক পিপিডি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে শামীম আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে গত শুক্রবার রাত থেকে দ্বিতীয় দফায় আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টার মধ্যে ব্যাপারটা সুরাহা না হলে বিষপান করবেন বলে আল্টিমেটাম দেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী শামীম আহমেদ। গতকাল দুপুর ১২টার দিকে তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল, সংগীত বিভাগের প্রভাষক মো. রওশন আলমসহ কয়েকজন শিক্ষক ও শিক্ষিকা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। লায়লা ফেরদৌস হিমেল জানান, ‘আমরা এখানে তদন্ত কমিটির পক্ষ থেকে আসিনি, সাধারণ শিক্ষক হিসেবে ছাত্রদের সঙ্গে দেখা করতে এসেছি। তাঁদের খোঁজ নিতে এসেছি।’ এ সময় পকেট থেকে বিষের বোতল বের করে আত্মহত্যা করার চেষ্টা করেন শামীম। উপস্থিত শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক বিষের বোতল কেড়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি করলেও তিনি বিষপান করেন বলে জানা যায়। পরে হাসপাতালে নেওয়া হলে শঙ্কামুক্ত হন শামীম।
এ ঘটনার পরপরই শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শাহজাদপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করলে তাঁরা মহাসড়ক ছেড়ে প্রশাসনিক ভবনে গিয়ে আবারও আন্দোলন শুরু করেন। এরপর শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে পুনরায় আমরণ অনশনে বসেন। এ সময় রেজিস্ট্রার মো. সোহরাব আলী একাডেমিক ভবনের সামনে এলে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তাঁকে ব্যর্থ রেজিস্ট্রার হিসেবে উল্লেখ করেন।
শিক্ষিকা চুল কেটে দেওয়ায় অপমান সইতে না পেরে গত ২৭ সেপ্টেম্বর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের এক শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে এবার সবার সামনে বিষপান করেছেন অনশনরত আরেক শিক্ষার্থী।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে আত্মহত্যার চেষ্টা করা ওই শিক্ষার্থীর নাম শামীম আহমেদ। চুল কেটে দেওয়া ১৪ জনের মধ্যে তিনিও একজন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাঁকে প্রথমে প্রাইভেট ক্লিনিক পিপিডি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে শামীম আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে গত শুক্রবার রাত থেকে দ্বিতীয় দফায় আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টার মধ্যে ব্যাপারটা সুরাহা না হলে বিষপান করবেন বলে আল্টিমেটাম দেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী শামীম আহমেদ। গতকাল দুপুর ১২টার দিকে তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল, সংগীত বিভাগের প্রভাষক মো. রওশন আলমসহ কয়েকজন শিক্ষক ও শিক্ষিকা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। লায়লা ফেরদৌস হিমেল জানান, ‘আমরা এখানে তদন্ত কমিটির পক্ষ থেকে আসিনি, সাধারণ শিক্ষক হিসেবে ছাত্রদের সঙ্গে দেখা করতে এসেছি। তাঁদের খোঁজ নিতে এসেছি।’ এ সময় পকেট থেকে বিষের বোতল বের করে আত্মহত্যা করার চেষ্টা করেন শামীম। উপস্থিত শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক বিষের বোতল কেড়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি করলেও তিনি বিষপান করেন বলে জানা যায়। পরে হাসপাতালে নেওয়া হলে শঙ্কামুক্ত হন শামীম।
এ ঘটনার পরপরই শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শাহজাদপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করলে তাঁরা মহাসড়ক ছেড়ে প্রশাসনিক ভবনে গিয়ে আবারও আন্দোলন শুরু করেন। এরপর শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে পুনরায় আমরণ অনশনে বসেন। এ সময় রেজিস্ট্রার মো. সোহরাব আলী একাডেমিক ভবনের সামনে এলে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তাঁকে ব্যর্থ রেজিস্ট্রার হিসেবে উল্লেখ করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪