Ajker Patrika

মোরেলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে অন্তঃসত্ত্বার মৃত্যু

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ২১
মোরেলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে অন্তঃসত্ত্বার মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রেশমা বেগম (৩০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। উপজেলার পশুরবুনিয়া গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।

রেশমা বেগম খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের প্রবাসী শামীম কাজী স্ত্রী। গতকাল বুধবার ওই নারীর সুরতহাল শেষে মরদেহ দাফন দেওয়া হয়েছে।

জানা গেছে, রেশমা বেগম দুই মেয়ে রাইসা (৯) ও ইলমাকে (৪) গত মঙ্গলবার সাড়ে ৩টার দিকে দুপুরের খাবার খাওয়ানোর পর রান্নাঘরের দরজা খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন। ঝড়ের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরের দরজায় পড়ায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, ঝড়ের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরের দরজায় রাগে। আর সেই বৈদ্যুতে ঘটনাস্থলেই রেশমা বেগম মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত