বিভিন্ন সময় টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছিলেন সোহানা সাবা। কিন্তু অভিনয়ের বাইরে গিয়ে উপস্থাপনায় নাম লেখাননি তিনি। করোনাকালে অনলাইনে ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামক নিজেই একটি অনুষ্ঠান করেন তিনি। অনুষ্ঠানটি পছন্দ করেছেন দর্শক। এবার তাই টিভি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করছেন সাবা। আর তাঁর নতুন এই যাত্রা শুরু হচ্ছে বিটিভির একটি নিয়মিত সাপ্তাহিক সেলিব্রেটি শো দিয়ে। অনুষ্ঠানের নাম ‘তারার মেলা’। আজ থেকে প্রতি শনিবার রাত ১১টায় প্রচার হবে ৩০ মিনিটের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সাবার অতিথি হয়ে আসবেন দেশের জনপ্রিয় তারকারা। প্রথম পর্বের অতিথি হিসেবে আজ থাকছেন চিত্রনায়ক রিয়াজ। এ ছাড়া সাবার অতিথির চেয়ারে বসবেন মামুনুর রশীদ, জুয়েল আইচ, ওমর সানীসহ অনেকেই।
সাবা বলেন, ‘প্রায় সব চ্যানেলেই সেলিব্রেটি শো হচ্ছে। তাই আমরা চেষ্টা করছি, স্ক্রিপ্টে সীমাবদ্ধ না থেকে ঘরোয়া আড্ডার মতো করে একটি অনুষ্ঠান করতে। সে জন্যই অতিথি হিসেবে তাঁদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে, যাঁরা আমার দীর্ঘদিনের পরিচিত। তাঁদের সম্পর্কে ভালোভাবে জানি বলেই মন খুলে কথা বলতে পারছি। সব মিলিয়ে এ আয়োজনে কিছুটা হলেও ভিন্নতা চোখে পড়বে।’
‘তারার মেলা’ অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন নূর আনোয়ার রঞ্জু। গ্রন্থনায় সৈকত সালাহউদ্দিন। সাবা উপস্থাপনার প্রস্তাব আগেও পেয়েছেন। এত দিন কেন উপস্থাপনা করেননি। এমন প্রশ্নের উত্তরে সাবা বলেন, ‘এটা সত্যি, আগেও বহুবার টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছি। কিন্তু তখন অভিনয়ের বাইরে আর কোনো কিছু নিয়ে ভাবিনি। করোনার সময় অনলাইনে ‘‘আড্ডা উইথ সোহানা সাবা’’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি। এর আগে করেছি ‘সাবাস কনফেশন বক্স’। মূলত এ দুটি আয়োজন থেকে উপস্থাপনার প্রতি একধরনের ভালো লাগা তৈরি হয়েছে। তারপরও সব সময় চেয়েছি কাজটি করতে, যেটি দর্শকের কাছে গৎবাঁধা বলে মনে হবে না।’
সাবা অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। নতুন সিনেমাগুলোতে সাবাকে দেখা যাবে নতুন রূপে। সাবা বলেন, ‘চেষ্টা করছি সেই কাজগুলো করার, যেখানে চরিত্রগুলোর মাঝে দর্শক অভিনেত্রী সাবাকে খুঁজে পাবেন। আফজাল হোসেন পরিচালিত “মানিকের লাল কাঁকড়া” ও অরুণা বিশ্বাসের “অসম্ভব” তেমনই দুটি সিনেমা।’
বিভিন্ন সময় টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছিলেন সোহানা সাবা। কিন্তু অভিনয়ের বাইরে গিয়ে উপস্থাপনায় নাম লেখাননি তিনি। করোনাকালে অনলাইনে ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামক নিজেই একটি অনুষ্ঠান করেন তিনি। অনুষ্ঠানটি পছন্দ করেছেন দর্শক। এবার তাই টিভি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করছেন সাবা। আর তাঁর নতুন এই যাত্রা শুরু হচ্ছে বিটিভির একটি নিয়মিত সাপ্তাহিক সেলিব্রেটি শো দিয়ে। অনুষ্ঠানের নাম ‘তারার মেলা’। আজ থেকে প্রতি শনিবার রাত ১১টায় প্রচার হবে ৩০ মিনিটের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সাবার অতিথি হয়ে আসবেন দেশের জনপ্রিয় তারকারা। প্রথম পর্বের অতিথি হিসেবে আজ থাকছেন চিত্রনায়ক রিয়াজ। এ ছাড়া সাবার অতিথির চেয়ারে বসবেন মামুনুর রশীদ, জুয়েল আইচ, ওমর সানীসহ অনেকেই।
সাবা বলেন, ‘প্রায় সব চ্যানেলেই সেলিব্রেটি শো হচ্ছে। তাই আমরা চেষ্টা করছি, স্ক্রিপ্টে সীমাবদ্ধ না থেকে ঘরোয়া আড্ডার মতো করে একটি অনুষ্ঠান করতে। সে জন্যই অতিথি হিসেবে তাঁদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে, যাঁরা আমার দীর্ঘদিনের পরিচিত। তাঁদের সম্পর্কে ভালোভাবে জানি বলেই মন খুলে কথা বলতে পারছি। সব মিলিয়ে এ আয়োজনে কিছুটা হলেও ভিন্নতা চোখে পড়বে।’
‘তারার মেলা’ অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন নূর আনোয়ার রঞ্জু। গ্রন্থনায় সৈকত সালাহউদ্দিন। সাবা উপস্থাপনার প্রস্তাব আগেও পেয়েছেন। এত দিন কেন উপস্থাপনা করেননি। এমন প্রশ্নের উত্তরে সাবা বলেন, ‘এটা সত্যি, আগেও বহুবার টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছি। কিন্তু তখন অভিনয়ের বাইরে আর কোনো কিছু নিয়ে ভাবিনি। করোনার সময় অনলাইনে ‘‘আড্ডা উইথ সোহানা সাবা’’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি। এর আগে করেছি ‘সাবাস কনফেশন বক্স’। মূলত এ দুটি আয়োজন থেকে উপস্থাপনার প্রতি একধরনের ভালো লাগা তৈরি হয়েছে। তারপরও সব সময় চেয়েছি কাজটি করতে, যেটি দর্শকের কাছে গৎবাঁধা বলে মনে হবে না।’
সাবা অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। নতুন সিনেমাগুলোতে সাবাকে দেখা যাবে নতুন রূপে। সাবা বলেন, ‘চেষ্টা করছি সেই কাজগুলো করার, যেখানে চরিত্রগুলোর মাঝে দর্শক অভিনেত্রী সাবাকে খুঁজে পাবেন। আফজাল হোসেন পরিচালিত “মানিকের লাল কাঁকড়া” ও অরুণা বিশ্বাসের “অসম্ভব” তেমনই দুটি সিনেমা।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪