Ajker Patrika

আড়াই বছর পর স্বাস্থ্যসেবা কমিটির সভা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০: ৪৮
Thumbnail image

দীর্ঘ প্রায় আড়াই বছর পর শিবালয় উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভা গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসেবা কমিটির সভাপতি, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এএম নাঈমুর রহমান দুর্জয় এতে সভাপতিত্ব করেন।

নাঈমুর রহমান দুর্জয় বলেন, কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিমালা প্রস্তুত করে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ইত মধ্যে প্রায় ৯ কোটি টীকা দেওয়ার ব্যবস্থা করেছেন। দালামুক্ত পরিবেশ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আসিফ ইকবাল, বলেন, কোভিড-১৯ এর প্রভাবে স্বাস্থ্যসেবা কমিটির নিয়মিত সভা বিলম্বিত হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার আচার্য, স্যানিটারি ইন্সপেক্টর হামিদা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য এমএ কুদ্দুস প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত