Ajker Patrika

মশার উপদ্রব ঠেকাতে যুবকদের অভিযান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ৫২
মশার উপদ্রব ঠেকাতে যুবকদের অভিযান

জামালপুরের সরিষাবাড়ীতে মশার উপদ্রব ঠেকাতে গতকাল শুক্রবার সকালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে একদল যুবক। তাঁরা সবাইকে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে উদ্ধুদ্ধ করতে এই অভিযান চালায়।

জানা গেছে, উপজেলার ২ নম্বর পোগলদিঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে মশার উপদ্রব বেড়েছে। প্রতিদিন মশার বংশ বিস্তার বাড়ছে। মশা নানা রোগের সৃষ্টি করে। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এ কারণে ৮ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করলেন একদল যুবক। গতকাল শুক্রবার সকালে ‘আমার বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে সংগঠনের উদ্যোগে যমুনা সারকারখানা এলাকায় পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে এ অঙ্গীকার বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন পোগলদিঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

এ সময় আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ক্যাপ্টেন মো. সেলিম বাবু, টিম লিডার ফরিদুল ইসলাম, রফিক মিয়া, আপেল হোসেন, নজরুল ইসলাম, বাচ্চু মিয়া, রনি মিয়া, আলমগীর হোসেন, সুজন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত