Ajker Patrika

পদের চেয়ে দশ গুণ বেশি আবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ মে ২০২২, ১৩: ১৯
পদের চেয়ে দশ গুণ বেশি আবেদন

চট্টগ্রাম নগর যুবলীগের কমিটিতে স্থান পেতে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ শাখায় পূর্ণাঙ্গ কমিটির পদের চেয়ে প্রায় দশ গুণ বেশি আবেদন জমা পড়েছে কেন্দ্রে।

যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী, নগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা ১৩১ সদস্যের। কিন্তু এসব পদের বিপরীতে কিনা আবেদন জমা পড়ল ১ হাজার ২৬৯টি।

যুবলীগ সূত্র জানায়, নগরের পাশাপাশি চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখায়ও যুবলীগের নতুন কমিটির প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ মে দক্ষিণ ও ২৯ মে উত্তর জেলা যুবলীগের সম্মেলন হবে। দুই সাংগঠনিক জেলায় সম্মেলনের পর ৩০ মে হবে নগর যুবলীগের সম্মেলন।

সে লক্ষ্যে গত ২৬ মার্চ কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তিন শাখায় সভাপতি-সাধারণ সম্পাদক হতে আগ্রহীদের কেন্দ্রে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। বেঁধে দেওয়া সময়ের (২ থেকে ৫ এপ্রিল) মধ্যে তিন শাখায় ১৯০ জন সাবেক ও বর্তমান নেতা জীবনবৃত্তান্ত জমা দেন। এর মধ্যে নগর যুবলীগের সভাপতি হতে ৩৫ জন, সাধারণ সম্পাদক হতে চান ৭০ জন। আর চট্টগ্রাম দক্ষিণ জেলায় সভাপতি পদে ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩৯ জন, উত্তর জেলায় সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ২২ জন জীবনবৃত্তান্ত জমা দেন।

যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, এর মধ্যে নগর শাখায় ১ হাজার ১৬৪টি আবেদন জমা পড়ে। এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদকের ১০৫টিসহ যোগ করলে যা দাঁড়ায় ১ হাজার ২৬৯টি।

যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘তিন ইউনিটের জন্য সভাপতি-সাধারণ সম্পাদকের বাইরে অন্য পদগুলোর জন্য প্রায় ২ হাজার নেতা-কর্মী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের জন্য জমা পড়ে প্রায় ১ হাজার জীবনবৃত্তান্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত