Ajker Patrika

মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন কাজল

বিনোদন ডেস্ক
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১১
Thumbnail image

২০২০ সালের অক্টোবর মাসে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিসলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কাজল আগারওয়াল। তারপর বেছে বেছে কাজ করছেন কাজল। তাঁর মা হওয়া নিয়ে আগেও গুঞ্জন ছড়িয়েছিল। তখন তিনি বেশ কয়েকটি সিনেমা না করে দেন। ‘ইন্ডিয়ান ২’ ছবিতে কমল হাসানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব এড়িয়ে যান। এ ছাড়া নাগার্জুনার ‘দ্য ঘোস্ট’ ছবিতেও কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। সেই প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। সম্প্রতি কাজল নিজেই জানিয়েছেন মা হওয়ার খবর। দেখা গেছে কাজলের ‘বেবি বাম্প’। মা হওয়ার প্রস্তুতিতে এখন আর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী।

কাজল আগারওয়ালের হাতে আছে ‘হেই! সিনামিকা’। দুলকার সালমান ও অদিতি রাও হায়দারিকে দেখা যাবে তাঁর সঙ্গে। রোমান্টিক ঘরানার সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩ মার্চ। এই বছর মুক্তি পাবে কাজলের আরও কয়েকটি সিনেমা। এর মধ্যে তেলুগু ‘আচার্য’ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে চিরঞ্জীবি ও রাম চরণকে। কাজলও অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এ ছাড়া আছে ‘কারুনগাপ্পিয়াম’ ও ‘উমা’র মতো আলোচিত সিনেমা।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন কাজল। ভিসা গ্রহণের পর সেখানকার স্থানীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখন মা হওয়ার দায়িত্ব সামলাচ্ছেন। সিনেমা নিয়ে নতুন করে ভাবছেন না। তিনি বলেন, ‘এই বছর যে সিনেমাগুলো মুক্তি পাবে, সেগুলো দেখার অপেক্ষায় আছি।’ অভিনয় নিয়ে কোনো অতৃপ্তি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই জীবনে যত কাজ করেছি, সাফল্য পেয়েছি। তৃপ্তি পেয়েছি। তবে সেটাই যথেষ্ট বলে আমি মনে করি না। আরও অনেক কাজ করার জন্য মুখিয়ে আছি। যেমন বিজয় সেতুপতির অভিনয় আমার বেশ লাগে। তাঁর সঙ্গে কখনো কাজ করা হয়নি। তাঁর সঙ্গে অভিনয় করার খুব ইচ্ছা আমার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত