Ajker Patrika

পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১: ৫১
পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পরাজিত দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা নৌকার প্রার্থী এনাম উদ্দিনের সমর্থক কামরান আহমদের ওপর হামলা চালায়। এই ঘটনায় থানায় মামলা হওয়ার দুই দিন পেরিয়েছে। কিন্তু রোববার রাত পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন আহত কামরানের স্বজনেরা। তাঁরা জানান, ঘটনার দুদুন পেরিয়ে গেলেও পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ বলছে, তারা আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

গত শুক্রবার রাতে আহত কামরানের বড় ভাই দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাওছার আহমদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে বড়লেখা থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন, রাসেল আহমদ, এপলু আহমদ, মুহিবুর রহমান, দেলোয়ার হোসেন, জাবেদ আহমদ, নাঈম আহমদ, শিপলু আহমদ, জুনেদ আহমদ, কুতুব উদ্দিন, আব্দুর রউফ ও আবেদ আহমদ। তাঁদের সবার বাড়ি দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের রুকনপুর গ্রামে। আহত কামরান দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মাধবগুল গ্রামের বাসিন্দা।

কামরানের বড় ভাই দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাওছার আহমদ রোববার বিকেলে বলেন, নৌকার পক্ষে কাজ করায় বিবাদীরা আমার ভাইকে মারধর করেছে। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। থানায় মামলা হলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার নৌকার প্রার্থীর সমর্থকের ওপর হামলার ঘটনায় থানায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত