Ajker Patrika

আরও সময় চান পরীমণি

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১০: ৪৬
আরও সময় চান পরীমণি

‘আমার জীবনের এ সময়টা পুরোপুরি আমার রাজ্যের। ক্যামেরার সামনে এখন দাঁড়াতে পারব না, কারণ আমি প্রস্তুত না। পুরোপুরি প্রস্তুত হয়ে ক্যামেরার সামনে ফিরতে আমার আরও কিছুটা সময় প্রয়োজন।’—   মাতৃত্বকালীন বিরতি পেরিয়ে শুটিংয়ে ফেরা প্রসঙ্গে এ কথা বললেন চিত্রনায়িকা পরীমণি।

দীর্ঘদিন নতুন কোনো কাজ না করলেও বড় পর্দায় সিনেমা মুক্তি পাচ্ছে পরীমণির। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এবার মা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে পরীর নতুন সিনেমা ‘মা’। আগামী ১৯ মে হলে আসবে সিনেমাটি। পরিচালনায় রয়েছেন অরণ্য আনোয়ার। ছোট পর্দার জনপ্রিয় এ নির্মাতার প্রথম সিনেমা এটি।

‘মা’ মুক্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করা হয়। সেখানে ‘বিহাইন্ড দ্য সিন’ নামের ২২ মিনিটের একটি ডকুমেন্টারি দেখানো হয়, যেখানে সিনেমার ঝলকের পাশাপাশি উঠে এসেছে এটি নির্মাণের পেছনের গল্প। পাশাপাশি সিনেমাটি নিয়ে শিল্পী-নির্মাতাদের মন্তব্যও ঠাঁই পেয়েছে ভিডিওতে।

‘মা’ সিনেমার গল্পটা মহান মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সেই মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি।

সিনেমাটি নিয়ে পরীমণি বলেন, ‘রাজ্যকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আর এখন যখন সিনেমাটি মুক্তি পাচ্ছে, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না। এ সিনেমায় কোনো দৃশ্যে আমাকে দুবার শট দিতে হয়নি। সবকিছু সম্ভব হয়েছে সিনেমার ইউনিটের সবার সহায়তার কারণে।’

এ সময় লাইট ক্যামেরা অ্যাকশনে ফেরা নিয়েও কথা বলেন পরীমণি। তিনি বলেন, ‘সন্তান জন্ম দিলেই একজন মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার জীবনের এ সময়টা পুরোপুরি আমার রাজ্যের। এখন আমার সিনেমা রিলিজ হচ্ছে। রাজ্যকে সামলে যতটুকু পারছি সিনেমার প্রচারণায় আমার দিক থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করছি। তবে ক্যামেরার সামনে এখন আমি দাঁড়াতে পারব না। কারণ মানসিক, শারীরিক ও পারিপার্শ্বিক সব মিলিয়ে আমি প্রস্তুত না। সবাই ভালোবেসে কাজে ফেরার যে চাপটা দিচ্ছে সেটি আরও কিছু সময় পরে নিতে চাই।’

পরীমণি ছাড়াও মা সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাৎ হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত