Ajker Patrika

মানুষের জীবনমান বাড়ায় পর্যটক বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৭
মানুষের জীবনমান বাড়ায় পর্যটক বাড়ছে

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বাংলাদেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তা বাস্তবায়নের পথে পর্যটন হবে অন্যতম মাধ্যম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পর্যটনশিল্প এগিয়ে যাচ্ছে। দেশে পর্যটন বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন তিনি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে মানুষের জীবনমান উন্নত হওয়ায় ক্রমান্বয়ে দেশীয় পর্যটকও বাড়ছে।

গতকাল মঙ্গলবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন: বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা ও সোনারগাঁও হোটেল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিববর্ষ উপলক্ষে সেমিনারটির আয়োজন করা হয়।

সেমিনারে অর্থনীতিবিদ ড. সেলিম জাহান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যটনশিল্পকে দেশের উন্নয়নের সুযোগ হিসেবে দেখেছিলেন।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, দেশের পর্যটনশিল্পকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। পর্যটনের প্রসারে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের সব ধরনের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে।

সেমিনারে আরও বক্তব্য দেন জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সত্যজিৎ কর্মকার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. বশির আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত