Ajker Patrika

সরিষাবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৭
সরিষাবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় এই সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক, সিএনজি চালিত অটোরিকশা, পেট্রল পাম্প, ইটভাটায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ছাড়া আওনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহীন (আনারস) অভিযোগ করেন, নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের লোকজন তাঁকে বাড়িতে অবরুদ্ধ করে রেখে প্রচারণায় বাধা ও তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দিয়ে আসছে। তাঁরা আনারসের নির্বাচনী অফিস দখল করে নিয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে আনারস প্রতীকের প্রচার মাইক জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় ভাঙচুর করে নৌকার সমর্থকেরা।

পরে তারা চান মিয়া ফিলিং স্টেশন, সিএনজি চালিত অটোরকিশা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বড় ভাইয়ের মালিকানাধীন মেসার্স চাঁন মিয়া ফিলিং স্টেশন ও ইটভাটায় ভাঙচুর করে। একই সময় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুররে ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাহানশাহ ও নূরে আলমকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বেল্লাল হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন সংঘর্ষের সূত্রপাত করেছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ব্যাপারে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়ে থাকলে সেটা নৌকা প্রতীকের লোকজনই করে থাকতে পারে বলে তিনি জানান।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনর্চাজ (উপপরির্দশক) আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত