Ajker Patrika

স্নানোৎসবে পুলিশসহ ডায়রিয়ায় আক্রান্ত ৩৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১১: ৩৪
স্নানোৎসবে পুলিশসহ ডায়রিয়ায় আক্রান্ত ৩৩

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নানোৎসবে পুলিশসহ ৩৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাঁদের অবস্থা গুরুতর নয় বলে দাবি পুলিশের। ডায়রিয়ায় আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে ২২ জন পুরুষ ও ১১ জন নারী। আক্রান্তদের মধ্যে ৮ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আলাউল কবির দিপু। তিনি বলেন, `শুক্রবার রাত ১২টা থেকে স্নানোৎসব এলাকা থেকে ডায়রিয়ার রোগী আসা শুরু হয়। একে একে ৩৩ রোগী বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। আমরা দুজনকে ঢাকায় পাঠিয়েছি।’

এ বিষয়ে জেলা সিভিল সার্জন মশিউর রহমান বলেন, লাঙ্গলবন্দ স্নানোৎসবে দায়িত্ব পালনকালে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ঠিক কী কারণে এমনটা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফুড পয়জনিং থেকে এই সমস্যা হতে পারে। তবে ভর্তি হওয়া সকলেই আশঙ্কামুক্ত।

প্রায় ২০ পুলিশ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়ে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, দায়িত্ব পালন করার সময় কয়েকজন পুলিশ সদস্যের পেট খারাপ হয়েছিল। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ কেউ সুস্থ হয়ে পুনরায় দায়িত্ব পালন করছেন। দুই পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত