Ajker Patrika

সমবায় কর্মকর্তাকে অপসারণের দাবি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫: ১২
সমবায় কর্মকর্তাকে অপসারণের দাবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল হালিমের দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে এর প্রতিবাদে ও অপসারণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিরাসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি এম রুবেল আহমেদ, ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, দলদলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আরজেদ আলী ভুট্টুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধনে সুজনের ভোলাহাট শাখার সাধারণ সম্পাদক বি এম রুবেল আহমেদ বলেন, সমবায় কর্মকর্তা মো. আব্দুল হালিমের চাঁদাবাজি এবং ঘুষ বাণিজ্য চরম আকার ধারণ করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, এ ধরনের অপরাধের সঙ্গে তিনি যুক্ত নন। যাঁরা এ মানববন্ধন করেছেন, তাঁরা তাঁদের ব্যক্তিগত সুবিধা না পাওয়ায় এসব অভিযোগ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত