Ajker Patrika

২০ হাজার গ্রামবাসীর যাতায়াতে রাস্তা নেই

পাবনা ও ভাঙ্গুড়া প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৭: ১১
২০ হাজার গ্রামবাসীর যাতায়াতে রাস্তা নেই

গ্রামের এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে নেই রাস্তা। কারও বাড়ির পেছন দিয়ে, কখনো উঠোন দিয়ে ও আঙিনা ঘুরে যাতায়াত করতে হয়। এতে দুর্ভোগের শেষ নেই স্থানীয় বাসিন্দাদের। গ্রামটির অন্তত ১০টি পাড়ার ২০ হাজার মানুষ একটি রাস্তার জন্য বছরের পর বছর পার করছেন।

পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে বেতুয়ান গ্রামের চিত্র এটি। একটি পরিপূর্ণ গ্রামের যা থাকা দরকার সবই রয়েছে। কেবল গ্রামের ভেতরে চলাচলের নেই কোনো রাস্তা। নদীপাড় ঈদগা মাঠ হয়ে খেলার মাঠ পার হয়ে ওহাবের বাড়ি পাকা সড়ক পর্যন্ত ১৪০০ মিটারের এই যাতায়াতের পথ থেকে দীর্ঘকাল ধরেই বঞ্চিত হয়ে আসছেন এ গ্রামের মানুষ।

উত্তরপাড়া, বাওনজানপাড়া, চালাপাড়া, খাঁ পাড়া, নদী পাড়া, পূর্ব পাড়া, সরকার পাড়া, সুকনা পাড়া, দক্ষিণ পাড়া মিলে এই বেতুয়ান গ্রাম। এ গ্রামে ভোটার রয়েছেন ৬ হাজার। প্রায় ২০ হাজার মানুষের বসতি এ গ্রামে ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি স্কুল অ্যান্ড কলেজ, দুটি মাদ্রাসা, ১২টি মসজিদ ও একটি মন্দির রয়েছে। ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ক্লিনিক, গ্রামের মানুষের একমাত্র খেলাধুলার মাঠ ও ঈদগাহ রয়েছে।

সম্প্রতি কথা হয় গ্রামের বাসিন্দা হাসান আলী, রিপন সরকার, জয়নুল আবেদীনসহ অনেকের সঙ্গে। তাঁরা বলেন, মানুষের বাড়ির ওপর দিয়ে, উঠান ও বাহিরবাড়ির আঙিনা দিয়ে যাতায়াত করতে হয় তাঁদের।দিলপাশার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অশোক কুমার ঘোষ প্রণো বলেন, এ রাস্তা নির্মাণের জন্য দুটি প্রকল্প দেওয়া হয়েছে। অথচ স্থানীয় কিছু ষড়যন্ত্রকারী রাস্তা নির্মাণের বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। স্থানীয় সাংসদ প্রকল্প দিয়েছেন গ্রামের বৃহত্তর স্বার্থে। কিন্তু আইনি জটিলতার কারণে আটকে আছে এ গ্রামের মানুষের যাতায়াতের পথটি।

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, সরকারের জলা শ্রেণির জায়গা ভরাট করে রাস্তা নির্মাণের অনুমতি বা শ্রেণি পরিবর্তনের কোনো এখতিয়ার তাঁদের নেই। তারপরও সরেজমিনে যদি সেখানে রাস্তা নির্মাণের কোনো সুযোগ থাকে তাহলে এলাকাবাসীর জন্য ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত