Ajker Patrika

বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, চালক আহত

তারাগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ০৫
বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, চালক আহত

তারাগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় ভ্যানের এক যাত্রী নিহত ও চালক আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম কিশোর চন্দ্র (৪০)। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ৮টার দিকে মারা যান। সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বালাপাড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কিশোর উপজেলার ইকরচালী ইউনিয়নের সাতঘরিপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার তাঁর লাশের সৎকার করা হয়। তাঁর স্ত্রী ও ১০ বছরের এক সন্তান রয়েছে।

ভ্যানের আহত চালকের নাম নরেশ চন্দ্র (৩৫)। তিনিও একই গ্রামের বাসিন্দা। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হতাহতদের পরিবার সূত্রে জানা গেছে, কিশোর তারাগঞ্জ বাজার থেকে নরেশের ভ্যানে করে সিমেন্ট নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রংপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন কিশোর ও নরেশ। স্থানীয় লোকজন তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অভিযোগ রয়েছে, বালাপাড়া গ্রামের কয়েকজন ব্যবসায়ী বালাপাড়ার মোড়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক ও বালাপাড়া-বরাতি সড়ক দখল করে দীর্ঘদিন ধরে ধান কেনাবেচা করছেন। এতে সড়ক সংকুচিত হওয়ায় যাতায়াতে বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শুক্র ও সোমবার তারাগঞ্জ হাটের দিন এখানে বেশি সমস্যা হয়।

ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউল ইসলাম বলেন, সড়কের ওপর ধান কেনাবেচা করতে নিষেধ করা হলেও ব্যবসায়ীরা কথা শোনেন না। এ কারণে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত কিশোর চন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিআরটিসি বাসটি আটক করে থানায় রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত