Ajker Patrika

আসামিদের গ্রেপ্তার, শাস্তির দাবিতে মানববন্ধন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ১৭
আসামিদের গ্রেপ্তার, শাস্তির  দাবিতে মানববন্ধন

নেত্রকোনার পূর্বধলায় শাহারুল সরকার হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত শনিবার বিকেলে মানববন্ধন করা হয়েছে। উপজেলার ঘাগড়া ইউনিয়নের বহুলী বাজারে এ মানববন্ধন করা হয়। নিহত শাহারুল সরকার (২১) বহুলী গ্রামের বাসিন্দা।

এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী, মো. তুহিন খান, মতিউর রহমান, সোহাগ খান, ফয়সাল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩০ নভেম্বর বেলা ১১টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত শাহারুল চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা চারজনকে আটক করে পুলিশে দেন। ওই সময় পুলিশ আরও একজনকে আটক করলেও ২ ডিসেম্বর শাহারুলের বোন রুনা আক্তার ৩৬ জনের নামসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত পুলিশ আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহত শাহারুলের চাচা ও ঘাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, বহুলী গ্রামের মজিদ খাঁ, ওয়ারেছ খাঁ ও ছালাম গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত শাহারুলের বোনজামাই এমদাদুল হকের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। মূলত ওই বিরোধকে কেন্দ্র করে অকালে প্রাণ দিতে হলো শাহারুল সরকারকে। এর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শাহারুল হত্যাকাণ্ডের পর পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত