পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় শাহারুল সরকার হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত শনিবার বিকেলে মানববন্ধন করা হয়েছে। উপজেলার ঘাগড়া ইউনিয়নের বহুলী বাজারে এ মানববন্ধন করা হয়। নিহত শাহারুল সরকার (২১) বহুলী গ্রামের বাসিন্দা।
এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী, মো. তুহিন খান, মতিউর রহমান, সোহাগ খান, ফয়সাল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩০ নভেম্বর বেলা ১১টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত শাহারুল চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা চারজনকে আটক করে পুলিশে দেন। ওই সময় পুলিশ আরও একজনকে আটক করলেও ২ ডিসেম্বর শাহারুলের বোন রুনা আক্তার ৩৬ জনের নামসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত পুলিশ আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত শাহারুলের চাচা ও ঘাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, বহুলী গ্রামের মজিদ খাঁ, ওয়ারেছ খাঁ ও ছালাম গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত শাহারুলের বোনজামাই এমদাদুল হকের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। মূলত ওই বিরোধকে কেন্দ্র করে অকালে প্রাণ দিতে হলো শাহারুল সরকারকে। এর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শাহারুল হত্যাকাণ্ডের পর পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নেত্রকোনার পূর্বধলায় শাহারুল সরকার হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত শনিবার বিকেলে মানববন্ধন করা হয়েছে। উপজেলার ঘাগড়া ইউনিয়নের বহুলী বাজারে এ মানববন্ধন করা হয়। নিহত শাহারুল সরকার (২১) বহুলী গ্রামের বাসিন্দা।
এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী, মো. তুহিন খান, মতিউর রহমান, সোহাগ খান, ফয়সাল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩০ নভেম্বর বেলা ১১টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত শাহারুল চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা চারজনকে আটক করে পুলিশে দেন। ওই সময় পুলিশ আরও একজনকে আটক করলেও ২ ডিসেম্বর শাহারুলের বোন রুনা আক্তার ৩৬ জনের নামসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত পুলিশ আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত শাহারুলের চাচা ও ঘাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, বহুলী গ্রামের মজিদ খাঁ, ওয়ারেছ খাঁ ও ছালাম গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত শাহারুলের বোনজামাই এমদাদুল হকের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। মূলত ওই বিরোধকে কেন্দ্র করে অকালে প্রাণ দিতে হলো শাহারুল সরকারকে। এর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শাহারুল হত্যাকাণ্ডের পর পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫