Ajker Patrika

ডাকঘর থেকে আড়াই লাখ টাকা চুরির অভিযোগ

নাটোর প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ৪৫
ডাকঘর থেকে আড়াই লাখ টাকা চুরির অভিযোগ

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের হাট গুরুদাসপুর ডাকঘর থেকে ২ লাখ ৫৮ হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ডাকঘর সূত্রে জানা গেছে, ডাকঘরে একটি বেসরকারি ব্যাংকের প্রতিনিধি কেয়া খাতুন (৩০) নামের সিএসও তাঁর নিজ অফিস কক্ষের ড্রয়ারে টাকা জমা রাখেন। প্রতিদিনের মতো জমানো টাকা পোস্ট মাস্টারকে জমা দেওয়ার কথা থাকলেও তিনি জমা দেননি। পরে গতকাল সকালে অফিস সময়ে নিজ কক্ষে গিয়ে দেখেন একটি ড্রয়ার ভাঙা ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নেই। পরে তিনি পোস্ট মাস্টারসহ স্টাফদের বিষয়টি জানান।

বেসরকারি ওই ব্যাংকের প্রতিনিধি সিএসও কেয়া খাতুন বলেন, গত বুধবার অফিসের কার্যক্রম শেষে ২ লাখ ৫৮ হাজার টাকা ড্রয়ারে তালাবদ্ধ করে রেখে চলে যান তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে এসে দেখেন টাকা নেই।

ডাকঘরের নৈশপ্রহরী বলেন, তিনি রাত ২টা পর্যন্ত ডিউটি করেন। পরে তালাবদ্ধ করে অফিসের মধ্যে ঘুমিয়ে পড়েন। রাতে কোনো প্রকার লোকজন প্রবেশ করেনি এবং কোনো প্রকার ভাঙচুরের শব্দও পাওয়া যায়নি।

পোস্ট মাস্টার মো. মিজানুর রহমান বলেন, প্রতিদিন কার্যক্রম শেষে তাঁদের জমানো টাকা গুরুদাসপুর থানায় জমা দেওয়া হয়। বেসরকারি ওই ব্যাংক তাঁদের সঙ্গে যৌথভাবে যুক্ত আছে। এ জন্য ব্যাংকের প্রতিনিধির কাছে জিজ্ঞাসা করা হয় যে তাঁদের টাকা আছে নাকি। তিনি জানান কোনো টাকা নেই। তাঁদেরও ক্যাশ ছিল না। এ জন্য থানায় যাওয়া হয়নি। কিন্তু সকালে এসে তিনি জানতে পারেন ওই ব্যাংকের প্রতিনিধির কক্ষ থেকে টাকা চুরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত