Ajker Patrika

শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৩৮
শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পাইকগাছার চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার ১০ দিন আগে সহকারী শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দুর্নীতির অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, ২০২১ সালের ২৪ অক্টোবর ও বিদ্যালয়ের ১০ জন সহকরী শিক্ষক প্রধান শিক্ষককের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেন। প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে সহকরী শিক্ষকের ওপর ক্ষমতা হস্তান্তর করেন। ৩ নভেম্বর অবসরে যান তিনি। কিন্তু অভিযোগের প্রায় তিন মাস অতিবাহিত হলেও তার কোনো সুরাহা করেনি কর্তৃপক্ষ।

এ নিয়ে শিক্ষকদের মধ্য ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগেপত্রে ২০২০ সালের কোচিং ফি’র ৮৪ হাজার টাকা, ২০১৫ সাল হতে জেএসসি ও এসএসসি সনদ বিক্রির অর্থ, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত এসএসসি ব্যবহারিক পরীক্ষার আদায়কৃত অর্থ, সীমানা প্রাচীর, গেট নির্মাণ, গাছ বিক্রির টাকা, ২০১৯ সালের মন্ত্রণালয়ের অডিটের ১ লক্ষ ৭০ হাজার টাকা, বিদ্যালয়ের দোকান ঘর বিক্রির ৩ লক্ষ টাকা আত্মসাৎসহ ১১টি অভিযোগ আনা হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল দুর্নীতির কথা অস্বীকার করে বলেন, আমি অবসরের যাওয়ার আগে সহকরী প্রধান শিক্ষকের কাছে সব হিসাব বুঝিয়ে দিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

আন্দোলনকারীদের মারধর, থমথমে শেবাচিম হাসপাতাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত