Ajker Patrika

ঢাকায় এসেছে শাফিনের মরদেহ বনানীতে দাফন আজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৭: ৪৮
ঢাকায় এসেছে শাফিনের মরদেহ বনানীতে দাফন আজ

গতকাল সোমবার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। জনপ্রিয় এই শিল্পীকে বহনকারী বিমানটি গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে শাফিন আহমেদের মরদেহ নিয়ে যান শিল্পীর বাসায়। সেখানে কিছু সময় রেখে মরদেহ নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালের হিমঘরে।

আজ মঙ্গলবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে হবে শাফিন আহমেদের দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে শাফিন আহমেদকে দাফন করা হবে, যেখানে শায়িত আছেন তাঁর বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম। এর আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় শাফিন আহমেদের প্রথম জানাজা। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে আগামী ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্ট করতে ৯ জুলাই ঢাকা ছেড়েছিলেন শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাঁর সফরের দ্বিতীয় কনসার্ট। কিন্তু সেই কনসার্ট শুরুর আগে অসুস্থ বোধ করেন তিনি। স্থগিত করে দেওয়া হয় কনসার্ট। শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকে আর ফেরা হয়নি তাঁর। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত