Ajker Patrika

নগরীতে ২১ আসামি গ্রেপ্তার, ইয়াবা জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৯
নগরীতে ২১ আসামি গ্রেপ্তার, ইয়াবা জব্দ

ময়মনসিংহে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। এর মধ্যে এক মাদক কারবারি রয়েছেন। এ সময় ৩৭টি ইয়াবা জব্দ করা হয়।

গত শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাকির হোসেন, মো. ইয়াছিন, মো. রতন মিয়া, মানিক ওরফে পুইট্টা মানিক, মো. কাউসার, মো. রুবেল, মো. কাউসার, সিরাজুল ইসলাম, ফারুক মিয়া, হাতেম আলী, মো. হিমেল, মো. হারুনুর রশিদ, মো. মাহাবুর রহমান, মো. সজীব, মো. হারুনুর রশিদ, মাহাবুর রহমান, বিল্লাল মিয়া মাস্টার, মো. সাদ্দাম হোসেন, মো. সাদ্দাম হোসেন, রতন মিয়া, পারভীন বেগম ও রোকসানা বেগম।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, তিন মাদক কারবারি, ডাকাতি মামলায় একজন, চার জুয়াড়ি, নিয়মিত মামলার দুই আসামি ও গ্রেপ্তারি পরোয়ানায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত