Ajker Patrika

ভারত যে কারণে সিএএ বাস্তবায়ন করছে না

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২: ১২
ভারত যে কারণে সিএএ বাস্তবায়ন করছে না

আজ থেকে ঠিক দুই বছর আগে ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) উত্থাপন করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহ। বিলটি তাৎক্ষণিকভাবে পাস হয়ে নাগরিকত্ব সংশোধনী আইনে (সিএএ) পরিণত হয়।

ভারতের সংসদের নির্দেশনা অনুযায়ী, কোনো আইন পাস হওয়ার ছয় মাসের মধ্যে তা কীভাবে বাস্তবায়িত হবে, তার রূপরেখা প্রকাশ করতে হয়। কিন্তু দুই বছর পার হয়ে গেলেও তা করা হয়নি কেন, তার কিছু কারণ উঠে এসেছে স্ক্রলডটকমের একটি বিশ্লেষণে।

দেশের বিক্ষোভ ও বিদেশের চাপের কারণেই মূলত তা বাস্তবায়ন করা যায়নি উল্লেখ করে স্ক্রলের প্রতিবেদনে বলা হয়, ‘সিএএ ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে দিল্লির পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় বিক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। কারণ, সিএএতে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। ফলে সীমান্তবর্তী রাজ্যগুলোয় শঙ্কা দেখা দেয়, প্রতিবেশী দেশ থেকে তাদের রাজ্যে শিগগির শরণার্থীদের ঢল দেখা দিতে পারে। আসামে সিএএবিরোধী বিক্ষোভে অন্তত পাঁচজন নিহত হন। এ নিয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। গত বছর এ নিয়ে দিল্লিতে হিন্দু-মুসলমান দাঙ্গা হয়।

নাগরিকত্ব আইন নিয়ে ভারতে বিরোধ যখন তুঙ্গে, তখন বাংলাদেশ সফর করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সফরকে কেন্দ্র করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনা ঘটে। তা ছাড়া, পশ্চিমা দেশগুলোও ভারতের এসব আইনকে ভালো চোখে দেখেনি। দ্য ইকোনমিস্টের ২০২০ সালের বার্ষিক গণতন্ত্র সূচকে ভারতের অবস্থান ১০ ধাপ নিচে নেমে আসে।

এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক ‘ফ্রিডম হাউস’ ভারতের মর্যাদা ‘মুক্ত’ থেকে ‘আংশিক মুক্ত’ দেশের স্তরে নামিয়ে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত