চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান মজনু। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। তাঁর অভিযোগ, দর্শনা পৌরসভার যুবলীগ নেতা রফিকুল ইসলাম ববির নেতৃত্বে ভাঙচুর ও লুটপাট করা হয়।
লিখিত বক্তব্যে সিপিবি সভাপতি বলেন, দর্শনা পৌর এলাকার রেলবাজার ফুলতলায় বাড়িতে ১০০ বছর ধরে আমার পরিবার বাস করেছে। তার পাশের জমির মালিক আব্দুল সামাদ ২৫ শতক জমি দাবি করে আদালতে মামলা করেছেন। আদালতে মামলা চলমান। গত বৃহস্পতিবার দুপুরে জোরপূর্বক দর্শনা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ববি বাড়িতে ১১ থেকে ১২ জন লোক নিয়ে হামলা চালান। এ সময় তাঁরা ভাঙচুর ও বাড়ির মালামাল লুটপাট করেন। ঘটনার পর পুলিশ এ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। আসামিরা আমাকে ও পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমাদের জানমালের নিরাপত্তা নেই। আমি মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দর্শনা থানায় যুবলীগ নেতা ববিসহ ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করে মামলা করেছেন বলে জানান সিপিবি নেতা সৈয়দ মজনুর।
অভিযুক্ত যুবলীগ নেতা ববি বলেন, ‘আমার চাচা আব্দুস সামাদ নিজের ক্রয়কৃত জমিতে নতুন করে বাড়ি নির্মাণ করবেন, সে জন্য জমিতে থাকা পরিত্যক্ত একটি ঘরের একপাশ ভেঙে সীমানা প্রাচীর দেওয়ার জন্য পরিষ্কার করা হয়েছে। সৈয়দ মজনুরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান মজনু। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। তাঁর অভিযোগ, দর্শনা পৌরসভার যুবলীগ নেতা রফিকুল ইসলাম ববির নেতৃত্বে ভাঙচুর ও লুটপাট করা হয়।
লিখিত বক্তব্যে সিপিবি সভাপতি বলেন, দর্শনা পৌর এলাকার রেলবাজার ফুলতলায় বাড়িতে ১০০ বছর ধরে আমার পরিবার বাস করেছে। তার পাশের জমির মালিক আব্দুল সামাদ ২৫ শতক জমি দাবি করে আদালতে মামলা করেছেন। আদালতে মামলা চলমান। গত বৃহস্পতিবার দুপুরে জোরপূর্বক দর্শনা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ববি বাড়িতে ১১ থেকে ১২ জন লোক নিয়ে হামলা চালান। এ সময় তাঁরা ভাঙচুর ও বাড়ির মালামাল লুটপাট করেন। ঘটনার পর পুলিশ এ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। আসামিরা আমাকে ও পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমাদের জানমালের নিরাপত্তা নেই। আমি মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দর্শনা থানায় যুবলীগ নেতা ববিসহ ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করে মামলা করেছেন বলে জানান সিপিবি নেতা সৈয়দ মজনুর।
অভিযুক্ত যুবলীগ নেতা ববি বলেন, ‘আমার চাচা আব্দুস সামাদ নিজের ক্রয়কৃত জমিতে নতুন করে বাড়ি নির্মাণ করবেন, সে জন্য জমিতে থাকা পরিত্যক্ত একটি ঘরের একপাশ ভেঙে সীমানা প্রাচীর দেওয়ার জন্য পরিষ্কার করা হয়েছে। সৈয়দ মজনুরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫