Ajker Patrika

সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৬: ২৩
সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

অষ্টগ্রামের হাওরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে সরিষার। বাম্পার ফলন ও বাজারে সরিষার দাম ভালো থাকায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। স্থানীয় কৃষকেরা বলছেন, বোরো ধান চাষের আগে সরিষা বাড়তি ফসল হিসেবে চাষ করেন তাঁরা। এতে বোরো চাষের খরচ জোগাড় হয়ে যায়। উপজেলা কৃষি অফিস বলছে, এবার উপজেলার ৭টি ইউনিয়নে ১৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘হাওরের কৃষকদের সরিষা চাষে আগ্রহী করতে এবার ৭০০ কৃষককে দেড় কেজি সরিষা ও দুই ধরনের ১৫ কেজি করে সার প্রণোদনা দেওয়া হয়। গত বছরের তুলনায় এবার ৫০ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হয়েছে। একরপ্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৫ মণ। উপজেলার দেওঘর, কাস্তুল, অষ্টগ্রাম, পূর্ব অষ্টগ্রাম, খয়েরপুর-আব্দুল্লাপুর, বাঙ্গালপাড়া ও আদমপুর ইউনিয়নে বারী ১৪, বিনা ৭, বারী-১৭সহ বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়। অনুকূল আবহাওয়া থাকায় সরিষার আশানুরূপ ফলন হয়েছে।

স্থানীয় কৃষকেরা জানান, এক ফসলি খ্যাত হাওরাঞ্চলে, যে বছর একটু আগে বর্ষার পানি কমে যায়, সে বছর বোরো চাষের আগে সরিষা চাষ করা যায়। এবার হাওরে সরিষার ফলন ভালো হয়েছে। বাজারে সরিষার দামও ভালো। তাই তাঁরা খুশি।

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কৃষক তোতা মিয়া বলেন, ‘বর্ষার পানি আগাম নেমে গেলে, কোনো কোনো বছর বোরো জমিতে সরিষার চাষ করি। যে বছর সরিষা চাষ করতে পারি, সে বছর আয় ভালো হয়। বোরো চাষের আগে এটা আমার বাড়তি ফসল।’

জানতে চাইলে মোবাইল ফোনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, চলতি মৌসুমে উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। বোরো ধান চাষের আগে কৃষকেরা সরিষা বাড়তি ফসল পেল। বাজারে সরিষার দামও ভালো, তাই কৃষকেরা খুশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত