আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রবিউল ইসলামের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি তৈরি করছেন ৮৬ প্রকার রোগ প্রতিরোধের ওষুধ। এ জন্য ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী আশ্রয়ণ প্রকল্পের ঘরে রীতিমতো কারখানা বানিয়ে বসেছেন। সেখানে পুরোনো ওষুধের বোতলে নতুন লেবেল লাগিয়ে নিজের কথিত দাওয়াই বিক্রি করছেন। এ কাজে তাঁকে স্ত্রী রুপা আক্তারসহ চারজন সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্বতীপুরের রামপুরা সরকারপাড়া এলাকার রবিউল এক বছরের বেশি সময় ধরে বালিয়াডাঙ্গীর ধুকুরঝারী গুয়াবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ৬৯ নম্বর ঘরে বসবাস করে ওষুধ তৈরি করছেন। সেই ওষুধ মাইক্রোবাসে করে বিভিন্ন বাজারে বিক্রি করেন। এর আগে তিনি ঠাকুরগাঁও সদরের রুহিয়া বাজার এলাকায় ওষুধ তৈরি ও বিক্রি করতেন।
সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের ঘরে গিয়ে দেখা যায়, পুরোনো বোতলে ওষুধ ভরছে কয়েকটি শিশু। সেই বোতলে ফটোকপি করা লেবেল লাগিয়ে কার্টনে ভরছেন রবিউল ও রুপা। এ সময় ওষুধ কিনতে চাইলে তিনি সদ্য তৈরি করা দুটি বোতল বের করে দেন এবং জানান, এই ওষুধ পেটব্যথা, বাতব্যথা, অ্যালার্জিসহ ৮৬ প্রকার রোগ প্রতিরোধ করতে পারে।
ওষুধ তৈরিতে কোনো অনুমোদন আছে কি না জানতে চাইলে রবিউল সাফাই গেয়ে বলেন, তাঁদের ওষুধ সেবন করা রোগীদের সম্পর্কে আজ পর্যন্ত কোনো খারাপ খবর তাঁদের কানে আসেনি। তবে ওষুধে কী কী উপাদান ব্যবহার করেন তিনি তা না জানিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন।
রুপার সঙ্গে কথা হলে তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ করে টাকা দেওয়ার প্রস্তাব দেন।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হরিদাস ও নাসিমা আক্তার জানান, এলাকার লোকজন তাঁদের কাছে নিয়মিত ওষুধ কিনতে আসেন। ফুলতলা গ্রামের মাজেদুল ইসলাম বলেন, তিনি তাঁর মায়ের বুকে জ্বালাপোড়ার জন্য এক বোতল ওষুধ কিনেছিলেন। কিন্তু বোতলের গায়ে ভিন্ন লেখা ও মেয়াদ না থাকায় তিনি সেটা ফেলে দিয়েছেন।
যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মিঠুন চন্দ্র দেবনাথ বলেন, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া উৎপাদিত ওষুধে চরম ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি রয়েছে। উৎপাদনকারীদের আইনের আওতায় আনা উচিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার জানান, এ ধরনের কাজ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রবিউল ইসলামের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি তৈরি করছেন ৮৬ প্রকার রোগ প্রতিরোধের ওষুধ। এ জন্য ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী আশ্রয়ণ প্রকল্পের ঘরে রীতিমতো কারখানা বানিয়ে বসেছেন। সেখানে পুরোনো ওষুধের বোতলে নতুন লেবেল লাগিয়ে নিজের কথিত দাওয়াই বিক্রি করছেন। এ কাজে তাঁকে স্ত্রী রুপা আক্তারসহ চারজন সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্বতীপুরের রামপুরা সরকারপাড়া এলাকার রবিউল এক বছরের বেশি সময় ধরে বালিয়াডাঙ্গীর ধুকুরঝারী গুয়াবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ৬৯ নম্বর ঘরে বসবাস করে ওষুধ তৈরি করছেন। সেই ওষুধ মাইক্রোবাসে করে বিভিন্ন বাজারে বিক্রি করেন। এর আগে তিনি ঠাকুরগাঁও সদরের রুহিয়া বাজার এলাকায় ওষুধ তৈরি ও বিক্রি করতেন।
সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের ঘরে গিয়ে দেখা যায়, পুরোনো বোতলে ওষুধ ভরছে কয়েকটি শিশু। সেই বোতলে ফটোকপি করা লেবেল লাগিয়ে কার্টনে ভরছেন রবিউল ও রুপা। এ সময় ওষুধ কিনতে চাইলে তিনি সদ্য তৈরি করা দুটি বোতল বের করে দেন এবং জানান, এই ওষুধ পেটব্যথা, বাতব্যথা, অ্যালার্জিসহ ৮৬ প্রকার রোগ প্রতিরোধ করতে পারে।
ওষুধ তৈরিতে কোনো অনুমোদন আছে কি না জানতে চাইলে রবিউল সাফাই গেয়ে বলেন, তাঁদের ওষুধ সেবন করা রোগীদের সম্পর্কে আজ পর্যন্ত কোনো খারাপ খবর তাঁদের কানে আসেনি। তবে ওষুধে কী কী উপাদান ব্যবহার করেন তিনি তা না জানিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন।
রুপার সঙ্গে কথা হলে তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ করে টাকা দেওয়ার প্রস্তাব দেন।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হরিদাস ও নাসিমা আক্তার জানান, এলাকার লোকজন তাঁদের কাছে নিয়মিত ওষুধ কিনতে আসেন। ফুলতলা গ্রামের মাজেদুল ইসলাম বলেন, তিনি তাঁর মায়ের বুকে জ্বালাপোড়ার জন্য এক বোতল ওষুধ কিনেছিলেন। কিন্তু বোতলের গায়ে ভিন্ন লেখা ও মেয়াদ না থাকায় তিনি সেটা ফেলে দিয়েছেন।
যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মিঠুন চন্দ্র দেবনাথ বলেন, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া উৎপাদিত ওষুধে চরম ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি রয়েছে। উৎপাদনকারীদের আইনের আওতায় আনা উচিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার জানান, এ ধরনের কাজ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৩ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫