Ajker Patrika

একুয়ানের ইতালি যাওয়া হলো না, লাশ হয়ে ফিরলেন বাড়ি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
একুয়ানের ইতালি যাওয়া হলো না, লাশ হয়ে ফিরলেন বাড়ি

সুনামগঞ্জের জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামের কৃষকের ছেলে একুয়ান ইসলাম (১৯) জমি বিক্রি করে দালালকে ১৯ লাখ টাকা দিয়েও শেষ রক্ষা হলো না। তিন মাস পর ইতালি যাওয়ার বদলে তাঁর প্রাণহীন দেহ এলো বাড়িতে। গতকাল শুক্রবার একুয়ান ইসলামের লাশ গ্রামে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।

জানা গেছে, গত বছরের মার্চ মাসে একই গ্রামের লিবিয়ায় অবস্থানরত দালাল আলী হোসেনের মাধ্যমে চার লাখ টাকায় লিবিয়া যান একুয়ান। সেখানে পৌঁছার পর দালাল চক্র তাঁকে আটক করে নির্যাতন চালায়। এ সময় ১০ লাখ টাকা পাঠান একুয়ানের বাবা কৃষক তরিকুল ইসলাম। পরে আরও ৫ লাখ টাকা দিয়ে তাঁকে ইতালি পাঠানোর চুক্তি হয় দালালের সঙ্গে। গত ১৬ জুন অবৈধভাবে সাগরপথে ইতালি যাওয়ার সময় মৃত্যু হয় একুয়ানের। গত বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় একুয়ানের লাশ দেশে আসে। এদিকে এ ঘটনায় দালাল আলী হোসেনের মা-বাবা গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন।

একুয়ানের বাবা তরিকুল ইসলাম জানান, ‘পরিবারে সচ্ছলতা আনতে জমি বিক্রি করে তিন কিস্তিতে দালালকে ১৯ লাখ টাকা দিই। আমার ছেলেকে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি দালাল আবুল ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা করব।’

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, একুয়ানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত