Ajker Patrika

কাঠালিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ১৮
কাঠালিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কাঠালিয়া উপজেলায় ভাবনা বড়াল (৪৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আওরাবুনিয়া ইউনিয়নের মধ্য আওরাবুনিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূ ভাবনা বড়াল ওই গ্রামের গোপাল বড়ালের স্ত্রী।

স্থানীয়রা জানান, মধ্য আওরাবুনিয়া গ্রামের গোপাল বড়ালের স্ত্রী ভাবনা বড়ালকে গত বুধবার রাত থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে তাঁর লাশ ঝুলতে দেখা যায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। ভাবনা বড়াল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি তাঁর স্বামীর পরিবারের।

আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মিঠু শিকদার বলেন, ‘বুধবার রাত থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে বাড়ির পাশের একটি কড়াই গাছে তাঁর লাশ ঝুলন্তে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছেন।’

কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত