Ajker Patrika

তাড়াশে উৎসবমুখর ভোট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯: ৫৭
তাড়াশে উৎসবমুখর ভোট

পঞ্চম ধাপে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। তালম, দেশীগ্রাম, মাগুড়াবিনোদ ও সগুনা ইউনিয়নে গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়।

জানা গেছে, পঞ্চম ধাপে উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ ইউপি সদস্য ১৪২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডে ৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ৩৭টি ভোটকেন্দ্রে ৬৯ হাজার ৫২৩ জন নারী-পুরুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। তালম ইউনিয়নে পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ৫০১ জন, নারী ভোটার ৮ হাজার ৭৫৬ জন। অপরদিকে সগুনা ইউনিয়নে পুরুষ ভোটার ৯ হাজার ৩০ জন, নারী ভোটার ৮ হাজার ৮৯৮ জন।

মাগুড়াবিনোদ ইউনিয়নে পুরুষ ভোটার ৯ হাজার ৮৮ জন, নারী ভোটার ৮ হাজার ৮৫১ জন, দেশীগ্রাম ইউনিয়নে পুরুষ ভোটার ৭ হাজার ৯৯৫ জন এবং নারী ভোটার ৮ হাজার ৪০৪ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, পঞ্চম ধাপে উপজেলার ৪টি ইউনিয়নে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। ৩৭টি ভোটকেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত