নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামে বাড়ি ঘেরাও করে ‘মাদক ব্যবসায়ী’ এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন এই আদালত পরিচালনা করেন।
এর আগে গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী নারী ছাড়াও অন্য দুজন হলেন নারায়ণপুর গ্রামের ইব্রাহিম মিয়া ও মহসিন মিয়া।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই নারী মোবাইলে চুক্তিবদ্ধ হয়ে দূরদূরান্ত থেকে মেয়ে-ছেলে এনে নিজের বাড়িতে রাতভর অসামাজিক কার্যকলাপ ও মাদকের আসর বসাতেন। কেউ বাধা দিলে প্রাণনাশের হুমকি দিতেন। এ কারণে ভয়ে কেউ এগিয়ে আসতেন না। এ কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছেন। এরই ফলে রোববার সকালে তাঁর বাড়ির চারপাশে ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, মাদক সম্রাজ্ঞী ওই নারীকে ধরতে পুলিশের একটি বহর নিয়ে তাঁর বাড়ি ঘেরাও করে মাদক উদ্ধার করি আমরা। এ সময় তাঁর দুই সহযোগীসহ তিনজনকে আটক করি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন বলেন, ‘ওই নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁদের সবাইকে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামে বাড়ি ঘেরাও করে ‘মাদক ব্যবসায়ী’ এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন এই আদালত পরিচালনা করেন।
এর আগে গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী নারী ছাড়াও অন্য দুজন হলেন নারায়ণপুর গ্রামের ইব্রাহিম মিয়া ও মহসিন মিয়া।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই নারী মোবাইলে চুক্তিবদ্ধ হয়ে দূরদূরান্ত থেকে মেয়ে-ছেলে এনে নিজের বাড়িতে রাতভর অসামাজিক কার্যকলাপ ও মাদকের আসর বসাতেন। কেউ বাধা দিলে প্রাণনাশের হুমকি দিতেন। এ কারণে ভয়ে কেউ এগিয়ে আসতেন না। এ কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছেন। এরই ফলে রোববার সকালে তাঁর বাড়ির চারপাশে ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, মাদক সম্রাজ্ঞী ওই নারীকে ধরতে পুলিশের একটি বহর নিয়ে তাঁর বাড়ি ঘেরাও করে মাদক উদ্ধার করি আমরা। এ সময় তাঁর দুই সহযোগীসহ তিনজনকে আটক করি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন বলেন, ‘ওই নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁদের সবাইকে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫