Ajker Patrika

অসচ্ছল ক্রীড়াবিদ ও যুব সংগঠন পেল অনুদান

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৪
অসচ্ছল ক্রীড়াবিদ ও যুব সংগঠন পেল অনুদান

শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে যুব সংগঠন ও অসচ্ছল ক্রীড়াবিদদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত সোমবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. জোয়াহের আলী মিয়ার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন জেলার পাঁচ উপজেলায় ১৯টি সংস্থার নিকট ৪০ হাজার টাকা করে ও একটি সংস্থাকে ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ও কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলার আহত ও অসচ্ছল আটজন ক্রীড়াবিদের মধ্যে ২৪ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত