Ajker Patrika

‘আলোর দিশারি স্কুল’ আলো ছড়াচ্ছে

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩: ৫৭
‘আলোর দিশারি স্কুল’ আলো ছড়াচ্ছে

নোয়াখালীর চাটখিল পৌরসভার প্রাণকেন্দ্র ৪ নম্বর ওয়ার্ডে মনগাজী ব্যাপারী বাড়ির পাশে সুবিধাবঞ্চিত শিশুদের আলোকিত করতে অল অব ওয়ান বিডি চাটখিল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘আলোর দিশারি স্কুল’। প্রতিদিন সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত ৫০ জন সুবিধাবঞ্চিত শিশু এই স্কুলে পড়ালেখা করছে। এসব শিশুর জন্য রয়েছে বিনা মূল্যে পাঠদান, শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা।

সরেজমিনে পৌরসভার প্রধান সড়কসংলগ্ন মনগাজী ব্যাপারী বাড়ির সামনে ছিন্নমূল এলাকায় নির্মিত আলোর দিশারি স্কুলে গিয়ে দেখা যায়, আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা পড়ালেখা করছে। সংগঠনের সদস্যরা যত্নসহ শিক্ষার্থীদের পাঠদান করছেন। পাশাপাশি রয়েছে প্রতিদিন সংগীতচর্চা, আবৃত্তি চর্চা, চিত্রাঙ্কন, খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম।

সংগঠনের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘পৌরসভার এই এলাকায় প্রায় ২৫টি ছিন্নমূল পরিবার রয়েছে। এসব পরিবারের প্রায় ৪০-৫০ জন শিশু স্কুলে যাওয়ার উপযুক্ত। দারিদ্র্য, পরিবারের অনীহাসহ নানা কারণে এই শিশুরা মৌলিক অধিকার শিক্ষা থেকে বঞ্চিত। তাই ওদের কথা চিন্তা করে আমরা স্কুল ওদের কাছে নিয়ে এসেছি। সবার সহযোগিতা পেলে ওদের জন্য স্থায়ী কিছু করার পরিকল্পনা রয়েছে।

চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এইচ এম আলী তাহের ইভু বলেন, এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য অগ্রাধিকারভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত