Ajker Patrika

দান দান আট দান অবশেষে চেয়ারম্যান

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ১৭
দান দান আট দান অবশেষে চেয়ারম্যান

গত ৫০ বছর ধরে ভোটারের দুয়ারে দুয়ারে ঘুরেছেন আনোয়ারুল আজিম (আনু)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যানে প্রার্থী হয়েছেন টানা আটবার। সাতবার পরাজয়ের পর অষ্টমবারের চেষ্টায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুচদহ ইউপি নির্বাচনে জয়লাভ করেন তিনি।

কুচদহ ইউপির মির্জাপুর গ্রামের মতিউর রহমান বলেন, ‘গত ইউপি নির্বাচনেও তিনি (আনোয়ারুল) সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন। কিন্তু এবার এলাকাবাসী ভোট দিয়ে শেষ বয়সে তাঁকে জয়ী করেছেন।’

নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল আজিম (আনু) বলেন, ‘চেয়ারম্যান হলে মানুষের পাশে থাকা সহজ হবে, এই প্রত্যাশা নিয়ে ১৯৮৩ সালে প্রথম ভোটার হয়েই ইউপি নির্বাচনে প্রার্থী হই। কিন্তু নিকটাত্মীয় একজন প্রার্থী হওয়ায় বারংবার পরাজিত হই। এভাবে পরপর আটবার নির্বাচনে প্রার্থী হই। এবার ভোট স্বচ্ছ এবং নিরপেক্ষ হওয়ায় জয়লাভ করেছি।’

ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে পরিষদের সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে বিতরণে ইউপিবাসীকে চারটি শ্রেণিতে ভাগ করে তালিকা প্রণয়ন করার ইচ্ছার কথা ব্যক্ত করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম জানান, নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। টানা আটবার নির্বাচন করার পর চেয়ারম্যান নির্বাচিত হওয়া এ উপজেলায় তিনিই প্রথম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত