Ajker Patrika

অনিয়ম তুলে ধরায় দুই প্রশিক্ষককে চাকরিচ্যুত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৪
অনিয়ম তুলে ধরায় দুই প্রশিক্ষককে চাকরিচ্যুত

কুড়িগ্রামের উলিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করায় প্রকল্পের দুই প্রশিক্ষককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এমনকি ওই পদে আত্মীয়দের নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে গত রোববার চাকরিচ্যুত দুজন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

অভিযোগ থেকে জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন শীর্ষক প্রকল্পে ওই দুজন জেন্ডার প্রোমোটর (প্রশিক্ষক) হিসেবে ২০১৯ সাল থেকে কর্মরত ছিলেন। ২০২২ সালের ২০ জানুয়ারি প্রকল্পের ফিল্ড সুপারভাইজার এনামুল হক হঠাৎ মোবাইল ফোনে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান। অব্যাহতির কারণ জানতে চাইলে তিনি বলেন এটা ওপরের নির্দেশ। অব্যাহতি দেওয়ার আগে নিয়ম অনুযায়ী শোকজ নোটিশ পাওয়ার কথা, কিন্তু তা তাঁরা পাননি।

এদিকে গত ২১ জানুয়ারি ওই দুই প্রশিক্ষক কর্মস্থলে উপস্থিত হলে জানতে পারেন তাঁদের পরিবর্তে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকৃতরা মহিলা বিষয়ক কর্মকর্তার বোনের স্বামী আবুল কালাম আজাদ ও আরেক আত্মীয় আবদুল মজিদ। তাঁরা ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ফলে তাঁরা নিয়োগ কমিটির প্রার্থী নন।

চাকরিচ্যুত শাহানুজ্জামান ও আংগুর মিয়া বলেন, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নাশতার বরাদ্দ করা টাকা ও ক্লাব কো-অর্ডিনেটর, শিক্ষক ও জেন্ডার প্রোমোটরদের মাসিক ভাতা ২০২১ সালে উত্তোলন করা হয়। নিয়ম অনুযায়ী টাকা বিতরণ না করে মাসের পর মাস উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিজের কাছে রাখেন। এ নিয়ে ওই সময় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে করা হয়, যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে পরবর্তী সময়ে তিনি তড়িঘড়ি করে বকেয়াসহ সব পাওনা পরিশোধ করেন। ওই সময় মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করায় তিনি আমাদের দেখে নেওয়ার হুমকি দেন। এরই প্রেক্ষিতে তিনি নিজের দুর্নীতি ঢাকতে আমাদের চাকরিচ্যুত করে আত্মীয়দের ওই পদে নিয়োগ দেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার নিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘দুই জেন্ডার প্রোমোটরের অভিযোগ সত্য নয়।’ আত্মীয়দের চাকরি দেওয়ার বিষয়ে তিনি সদুত্তর না দিয়ে এড়িয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত