Ajker Patrika

শাবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু আজ

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ২৬
শাবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু আজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এবারে ‘এ-১ ’, ‘এ-২’ ও ‘বি’ ইউনিটে ১ হাজার ৫৮৭ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ২৩৭ জন।

গতকাল সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ।

তিনি বলেন, প্রথম দিন মঙ্গলবার (৪ জানুয়ারি) বিজ্ঞান বিভাগের এ-১ ইউনিটে মেধা তালিকায় ১ থেকে ৩৫০ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। এরপর বুধবার (৫ জানুয়ারি) মেধা তালিকায় ৩৫১ থেকে ৭৫০ পর্যন্ত, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ-১ ইউনিটে ৭৫১ থেকে ৯৫৫ এবং এ-২ ইউনিটে ১ থেকে ৩০ পর্যন্ত ডাকা হয়েছে। এরপর ৯ জানুয়ারি (রোববার) বি ইউনিটে মানবিক বিভাগ থেকে মেধা তালিকার ১ থেকে ২৯৯ পর্যন্ত এবং ১০ জানুয়ারি (সোমবার) বি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনে ১ থেকে ২২০ পর্যন্ত এবং ব্যবসায় বিভাগে ১ থেকে ৮৩ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। এরপর ১১ জানুয়ারি (মঙ্গলবার) কোটায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হবেন।

ড. মুশতাক আরও বলেন, ‘এবার আমরা গুচ্ছ পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করেছি। মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীরা আসন অনুযায়ী ভর্তির সুযোগ পাবেন। এবার ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসির নম্বর যোগ করা হচ্ছে না।

উল্লেখ, শিক্ষার্থীদের ভর্তি হতে ৪ কপি রঙিন ছবি, সাস্ট পে স্লিপ, এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র ও সনদ। এ বছর শিক্ষার্থীদের ভর্তি ফি দিতে হবে ৮ হাজার ১০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত