ঝিকরগাছা প্রতিনিধি
যশোর সদরের ছোট মেঘলা ও ঝিকরগাছার মল্লিকপুর মাঠের প্রায় ১০০ বিঘা জমির বোরো আবাদ বন্ধ রয়েছে। গভীর নলকূপ বসানো নিয়ে মামলায় সেখানে সেচ ব্যবস্থা বন্ধ থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। ফলে দুই উপজেলার মধ্যবর্তী ওই এলাকার শতাধিক কৃষক বোরো আবাদ নিয়ে তিন বছর ধরে সমস্যায় রয়েছেন।
ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের সাইফুজ্জামান নামের এক ব্যক্তি এই মামলা করেছেন বলে জানা গেছে। কৃষকদের চাপে পড়ে বাদী মামলাটির আপসনামা করেও টালবাহানা করছেন বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন দেখা গেছে, সদরের ছোট মেঘলা ও ঝিকরগাছার মল্লিকপুর মাঠের ১০০ বিঘা জমি কৃষকেরা বোরোধান রোপণের জন্য প্রস্তুত করতে পারছেন না। নতুন নলকূপের লাইসেন্স স্থগিত হওয়ায় তাঁরা ধান রোপণ করতে পারছেন না।
ছোট মেঘলা গ্রামের আব্দুর রহিম ভুট্টো বলেন, ‘এ মাঠের শতাধিক বিঘা জমিতে বোরোধান চাষের জন্য আমরা ২০১৭ সালে একটি গভীর নলকূপ বসানোর আবেদন করি। উপজেলা সেচ কমিটি যাচাই-বাছাই করে ২০১৯ সালে লাইসেন্স প্রদান করে। এ নিয়ে আরেক গভীর নলকূপের মালিক ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের সাইফুজ্জামান মামলা করেন। ফলে আমাদের নলকূপের লাইসেন্স বাতিল হয়ে যায় এবং সেচ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। অথচ তাঁর নলকূপটি রয়েছে দুই হাজার ফুট দূরে ও নিচু জায়গায়।’
কৃষক ভুট্টো আরও বলেন, ‘প্রচলিত সেচ আইনে বলা হয়েছে, একটি গভীর নলকূপ থেকে অপর নলকূপের দূরত্ব হবে এক হাজার ৯৪১ ফুট। তারপরও সাইফুজ্জামান ওই বছরেই ১৯৮৬-৮৭ সালের সেচ আইন উল্লেখ করে একটি ষড়যন্ত্র মামলা করে আমাদের লাইসেন্সটি স্থগিত করে দেন। সেই থেকে মাঠটিতে বোরোধান চাষ করতে পারছেন না কৃষকেরা।’
এ বিষয়ে সাইফুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে মামলার সম্পর্কে জানতে চাইলে তিনি কল কেটে দেন।
ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বলেন, ‘এ বিষয়ে ইউনিয়ন পরিষদে বসে একবার মীমাংসা করে দিয়েছি। তাঁরা পরে আবার বিতণ্ডায় জড়ালে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ‘সমস্যার সমাধানের জন্য পুলিশ পাঠিয়েছি এবং সেচ কর্মকর্তাকে জানানো হয়েছে।’
যশোর সদরের ছোট মেঘলা ও ঝিকরগাছার মল্লিকপুর মাঠের প্রায় ১০০ বিঘা জমির বোরো আবাদ বন্ধ রয়েছে। গভীর নলকূপ বসানো নিয়ে মামলায় সেখানে সেচ ব্যবস্থা বন্ধ থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। ফলে দুই উপজেলার মধ্যবর্তী ওই এলাকার শতাধিক কৃষক বোরো আবাদ নিয়ে তিন বছর ধরে সমস্যায় রয়েছেন।
ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের সাইফুজ্জামান নামের এক ব্যক্তি এই মামলা করেছেন বলে জানা গেছে। কৃষকদের চাপে পড়ে বাদী মামলাটির আপসনামা করেও টালবাহানা করছেন বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন দেখা গেছে, সদরের ছোট মেঘলা ও ঝিকরগাছার মল্লিকপুর মাঠের ১০০ বিঘা জমি কৃষকেরা বোরোধান রোপণের জন্য প্রস্তুত করতে পারছেন না। নতুন নলকূপের লাইসেন্স স্থগিত হওয়ায় তাঁরা ধান রোপণ করতে পারছেন না।
ছোট মেঘলা গ্রামের আব্দুর রহিম ভুট্টো বলেন, ‘এ মাঠের শতাধিক বিঘা জমিতে বোরোধান চাষের জন্য আমরা ২০১৭ সালে একটি গভীর নলকূপ বসানোর আবেদন করি। উপজেলা সেচ কমিটি যাচাই-বাছাই করে ২০১৯ সালে লাইসেন্স প্রদান করে। এ নিয়ে আরেক গভীর নলকূপের মালিক ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের সাইফুজ্জামান মামলা করেন। ফলে আমাদের নলকূপের লাইসেন্স বাতিল হয়ে যায় এবং সেচ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। অথচ তাঁর নলকূপটি রয়েছে দুই হাজার ফুট দূরে ও নিচু জায়গায়।’
কৃষক ভুট্টো আরও বলেন, ‘প্রচলিত সেচ আইনে বলা হয়েছে, একটি গভীর নলকূপ থেকে অপর নলকূপের দূরত্ব হবে এক হাজার ৯৪১ ফুট। তারপরও সাইফুজ্জামান ওই বছরেই ১৯৮৬-৮৭ সালের সেচ আইন উল্লেখ করে একটি ষড়যন্ত্র মামলা করে আমাদের লাইসেন্সটি স্থগিত করে দেন। সেই থেকে মাঠটিতে বোরোধান চাষ করতে পারছেন না কৃষকেরা।’
এ বিষয়ে সাইফুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে মামলার সম্পর্কে জানতে চাইলে তিনি কল কেটে দেন।
ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বলেন, ‘এ বিষয়ে ইউনিয়ন পরিষদে বসে একবার মীমাংসা করে দিয়েছি। তাঁরা পরে আবার বিতণ্ডায় জড়ালে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ‘সমস্যার সমাধানের জন্য পুলিশ পাঠিয়েছি এবং সেচ কর্মকর্তাকে জানানো হয়েছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫