Ajker Patrika

দক্ষিণের ব্যাটিং উত্তরের বোলিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণের ব্যাটিং উত্তরের বোলিং

রাউন্ড রবিন লিগ থেকে একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে বিসিবি দক্ষিণাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে আজ তাদের প্রতিপক্ষ বিসিবি উত্তরাঞ্চল। শেষ ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে তারা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ফাইনালে শিরোপা লড়াইয়ে দুই দলেরই লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা।

দক্ষিণাঞ্চলের শক্তির জায়গা ব্যাটিং তো উত্তরাঞ্চলের বোলিং। ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন দক্ষিণাঞ্চলের ওপেনার মোহাম্মদ নাঈম।মিডল অর্ডারে ভরসা হয়েছেন অভিজ্ঞ নাঈম ইসলাম। এ দুজনই এখনো পর্যন্ত টুর্নামেন্টের সেরা দুই রান সংগ্রাহক। ৩ ম্যাচে ১৯৯ রান করে এক নম্বরে আছেন নাঈম। ১ সেঞ্চুরিসহ ১৩২ রান নিয়ে দুইয়ে নাঈম ইসলাম। তাঁরা দুজন ছন্দে থাকায় খুশি দলের কোচ মিজানুর রহমান বাবুল, ‘ও (মোহাম্মদ নাঈম) ওর মতো ব্যাটিং করতে চায়। যেহেতু আমি দলের পারফরম্যান্সের কথা চিন্তা করছি, আমাদের দলের এমনিতে লম্বা ব্যাটিং লাইনআপ। ওকে আমি ওর মতো ব্যাটিং করতে বলেছি। মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটার চেয়েছিলাম। নাঈম ও নাসির সেটা পূরণ করেছে। বিশেষ করে মিডল অর্ডারে নাঈমের অভিজ্ঞতা কাজে লেগেছে।’

বোলিংয়ে আবার সেরা পাঁচজনের দুজন উত্তরাঞ্চলের। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পাঁচে আছেন তরুণ বাঁহাতি পেসার শফিকুল ইসলাম। তাঁর শিকার ৬ উইকেট। উত্তরাঞ্চলের জন্য স্বস্তির খবর, রানের দেখা পেয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ম্যাচে মধ্যাঞ্চলের বিপক্ষে ৯৬ রানের ইনিংস খেলেন তিনি। মাহমুদউল্লাহকে নিয়ে আশাবাদী দলের কোচ সোহেল ইসলাম, ‘রান করেনি কিন্তু এর আগের ম্যাচগুলোয় সে (মাহমুদউল্লাহ) ভালো শুরু করেছিল। আমার কাছে দেখে মনে হয়নি সে নড়বড়ে ছিল। খুবই স্বাভাবিক ছিল। রিয়াদ এমন একজন ব্যাটার, যার ওপর আমাদের আস্থা অনেক দিন ছিল। বিশ্বাসটা এখনো আমাদের মধ্যে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত