Ajker Patrika

এসএসসি পরীক্ষার্থীকে মারধর, আটক ১

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ২৮
Thumbnail image

ঝালকাঠির কাঠালিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সমাপ্তি রানী শিকদার (১৯) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগে হাসিবুল ইসলাম লিখন হাওলাদার (১৮) নামের আরেক এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্র সংলগ্ন কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এই ঘটনা ঘটে। এ সময় পরীক্ষার্থী সমাপ্তি রানীর স্বামী সাগর দেবনাথ ও শাশুড়ি অর্চনা রানী দেবনাথ বখাটের হামলার শিকার হন।

আহত শিক্ষার্থী উপজেলার দোগনা বলতলা গ্রামের বাদল শিকদারের মেয়ে ও বলতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আহত শিক্ষার্থী সমাপ্তি রানী শিকদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত পরীক্ষার্থী ইউএনওর কাছে বিচার দাবি করেন।

জানা গেছে, মঙ্গলবার পৌরনীতি বিষয়ে পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হন সমাপ্তি রানী। বাড়ির ফেরার পথে কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পৌঁছালে হাসিবুল ইসলাম লিখন ওই পরীক্ষার্থীকে স্বামী ও শাশুড়ির সামনে মারধর করেন। এ সময় পরীক্ষার্থীর স্বামী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা সাগর দেবনাথ, তাঁর মা অর্চনা রানী প্রতিবাদ করায় তাঁদেরও মারধর করা হয়। হাসিবুল ইসলাম লিখন কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একই কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

সমাপ্তি রানীর স্বামী সাগর দেবনাথ বলেন, ‘পরীক্ষার শুরু থেকেই পরীক্ষা কেন্দ্রে যাওয়া আসার পথে বখাটে হাসিবুল ইসলাম লিখন তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ হাসিবুলকে থানায় নিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীর ওপর হামলা করেন।’

লিখনের বাবা হারুন অর রশীদ লাভলু জানান, তাঁর ছেলেও এসএসসি পরীক্ষার্থী। হলে ওই পরীক্ষার্থীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। বিষয়টি কেন্দ্রসচিব অধ্যক্ষ জলিলুর রহমান আকন মীমাংসা করে দেন। কেন্দ্রের বাইরে হামলার সঙ্গে তাঁর ছেলে জড়িত নয়।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, বখাটেপনা করার অপরাধে হাসিবুল ইসলাম লিখন নামের একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত