Ajker Patrika

স্বেচ্ছাসেবক লীগের কমিটি ১৫ বছর পর

দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ০৪
স্বেচ্ছাসেবক লীগের কমিটি ১৫ বছর পর

১৫ বছর পর দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১০ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির ঘোষণা দেন । এই কমিটির সদস্যরা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

কমিটিতে সভাপতি পদে আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক পদে মো. সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে যাদব রায় রয়েছেন।

এ ছাড়া কমিটিতে সহসভাপতি করা হয়েছে শাহাদাৎ হোসেন মিঠু, মো. আলাউদ্দিন ও আলম হাজারিকে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সারোয়ার, মো. মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক করা হয়েছে মো. দেলোয়ার হোসেনকে।

এক মাসের মধ্যে ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে দল সূত্রে জানা গেছে। এদিকে নতুন কমিটি পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উচ্ছ্বসিত দেখা গেছে।

২০০৫ সালে শহীদুল্লাহ খাজাকে আহ্বায়ক ও আবদুল মান্নান মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তাঁদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। ১৫ বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। অবশেষে কেন্দ্রীয় কমিটি ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত