Ajker Patrika

৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা, জরিমানা ৩০ হাজার

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১২: ৪৩
Thumbnail image

নগরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপন ও সড়ক দখল করে ব্যবসা করার দায়ে ছয় ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালতে গতকাল এই মামলা হয়।

ভ্রাম্যমাণ আদালত মামলায় ৩০ হাজার টাকা জরিমানা ও একজনকে দুই মাসের কারাদণ্ড দেন। মহানগরের উপশহর ও ধোপাদিঘীরপাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সিসিক সূত্রে জানা গেছে, অভিযানে নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সিসিকের রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ, সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে মামলা ও জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা প্রদান করায় এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। সিসিকের এই অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত