Ajker Patrika

টিকা পেলেন এক লাখ ২১ হাজার জন

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১০
টিকা পেলেন এক লাখ ২১ হাজার জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জেলায় দুই দিন ব্যাপী করোনাভাইরাসের গণটিকা কর্মসূচি শুরু হয়েছে । গত মঙ্গলবার সকাল ৯টা থেকে সাতক্ষীরার ৮৭টি কেন্দ্রে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়।

সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয় শহরের আমতলা এলাকায় মানুষের টিকা নিতে ভিড় লক্ষ করা গেছে। টিকা নিতে আসা জায়েদুল ইসলাম বলেন, ‘নিরাপদ থাকতে গেলে টিকা নেওয়ার বিকল্প নেই। সেকারণে টিকা নিতে এসেছি। করোনাভাইরাস এখন কোনো ভয় বা আতঙ্ক নয়, সচেতন হলেই এটি থেকে মুক্ত থাকা যায়।’

পৌরসভার কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল জানান, টিকার প্রতি প্রথমদিকে মানুষের অনাগ্রহ থাকলেও এখন আগ্রহ বেড়েছে। প্রচুর মানুষ টিকা নিতে আসছে। তবে চাহিদার তুলনায় টিকার সরবরাহ অনেক কম।

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, সাধারণ মানুষের টিকা নিতে প্রচুর আগ্রহ। তবে যে পরিমাণ মানুষ টিকা নিতে আগ্রহী সেই পরিমাণ টিকা প্রদান করা হচ্ছে না। আমার ইউনিয়নে ১৫০০ টিকা দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে তারাই কেন্দ্রে গিয়ে এই টিকা গ্রহণ করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...