Ajker Patrika

রেস্তোরাঁয় হামলার প্রতিবাদে কর্মচারীদের কর্মবিরতি

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫: ১০
Thumbnail image

যশোরের অভয়নগরে একটি রেস্টুরেন্টে হামলা ও মারধরের প্রতিবাদে হোটেল-রেস্তোরাঁয় শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি পালন করেছে। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়।

এদিকে হামলার ঘটনায় গতকাল শনিবার দুপুরে আহত হোটেল শ্রমিক রিপন গাজী বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা করেছেন। হামলা ও মারপিটের অভিযোগে আবদুস সালাম রাজীব (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারের সাতক্ষীরা প্লাস হোটেল অ্যান্ড রেস্তোরাঁর ম্যানেজার ইমদাদ হোসেন ও কর্মচারী রিপন গাজীকে গুয়াখোলা গ্রামের আবদুর সালাম রাজীব, মো. রুবেল, রাসেল ও সাবিক বিশ্বাসসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ যুবক লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।

এ ব্যাপারে আহত হোটেল শ্রমিক রিপন গাজী বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে রাজীব ও তাঁর বন্ধু রুবেল হোটেলে খেতে আসেন। খাবার দিতে দেরি হলে তাঁরা উত্তেজিত হয়ে বেরিয়ে যান। এরই জেরে শুক্রবার দুপুরে রাজীব রুবেল, রাসেল, সাবিকসহ ৩-৪ যুবক আমাকে ও হোটেল ম্যানেজার ইমদাদকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে হোটেল মালিকের সহযোগিতায় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের নামসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেছি।’

আটক আবদুর সালাম রাজীব নিজেকে নির্দোষ দাবি করে বলেন, `খাবার দিতে দেরি হওয়ায় হোটেল ম্যানেজার ও এক কর্মচারীর সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। মারপিটের ঘটনা সত্য নয়।’

অভয়নগর হোটেল রেস্টুরেন্ট মিষ্টান্ন বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ জানান, `হামলা ও মারপিটের প্রতিবাদে কর্মবিরতি চলছে। মামলার পর পুলিশ এক হামলাকারীকে আটক করেছে। পরবর্তী করণীয় বিষয় নিয়ে মালিক ও শ্রমিক ইউনিয়নের বৈঠক চলছে। আজ (শনিবার) সন্ধ্যায় জনগণের স্বার্থে কর্মবিরতি প্রত্যাহার করা হবে।’

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল মুঠোফোনে জানান, ‘হোটেল কর্মচারীদের মারধরের ঘটনায় রিপন গাজী বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত আবদুর সালাম রাজীব নামে এক হামলাকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত