Ajker Patrika

স্বামীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নাঙ্গলকোট প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৯
স্বামীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নাঙ্গলকোটে গৃহবধূ রিনা বেগম হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী এয়াকুবের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার স্থানীয় পানকরা হাফেজা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন করা হয়।

এ সময় নিহতের বড় ভাই মহিন উদ্দিন বলেন, ‘গত ৭ ডিসেম্বর বিকেল তিনটার দিকে আমার বোন ফোনে কল করে কান্নাকাটি করে স্বামী এয়াকুব তাঁকে মারধর করেছে বলে জানান। এর ১০ মিনিট পরে এয়াকুব ফোনে জানান আমার বোন আত্মহত্যা করেছেন। আমার বোন আত্মহত্যা করতে পারে না। তাঁকে যৌতুকের জন্য মারধর করে হত্যা করা হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, ‘বিয়ের পর থেকে প্রায় সময় এয়াকুব রিনাকে মারধর করতেন। আমরা এ নিয়ে বেশ কয়েকবার সালিস করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানাই।’

নিহত রিনা বেগম পানকরা গ্রামের আবু তাহের সওদাগরের মেয়ে। তাঁর স্বামী এয়াকুব পার্শ্ববর্তী ঠোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। গত ৭ ডিসেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা আবু তাহের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করেন। পরে গত বুধবার নাঙ্গলকোট থানা পুলিশ স্বামী এয়াকুবকে আটক করে কারাগারে পাঠায়।

মানববন্ধনে বক্তব্য দেন পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি বদিউল আলম রাজু, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহ আলম, মজিবুল হক, সাহাব উদ্দিন, আব্দুর রশিদ, তনু মিয়া, নিহত রিনার বাবা আবু তাহের সওদাগর, মা আকলিমা বেগম, ভাই মহিন উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ৪ বছর আগে এয়াকুবের সঙ্গে রিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় এয়াকুবকে এক লাখ টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য রিনা বেগমকে মারধর শুরু করা হয়। এ নিয়ে এলাকায় বেশ কয়েক বার সালিস হয়। সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে স্বামী তাঁকে মারপিট করেন। এর কিছুক্ষণ পরে তিনি বসত ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন স্বামী এয়াকুব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত