Ajker Patrika

মধ্যরাতে শীতার্তদের পাশে জেলা প্রশাসক

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ৪৪
মধ্যরাতে শীতার্তদের পাশে জেলা প্রশাসক

ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। অসহায় মানুষকে শীতে একটু উষ্ণতা দিতে গত রোববার মধ্যরাতে পৌরশহরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেছেন তিনি।

শহরের বাস টার্মিনাল, রেল-স্টেশন, রোড এলাকা, সদর হাসপাতাল, চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের হাত থেকে একটি করে কম্বল পেয়ে খুশি হওয়া মানুষেরা আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের এখানে আগে কোনো দিনই কেউ এভাবে শীতবস্ত্র দেয়নি।’ শীতের কষ্ট থেকে দুস্থদের রক্ষায় জেলা প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘এই শীতে যেন কেউ কষ্ট না পায় সেদিকে জেলা প্রশাসনের লক্ষ্য রয়েছে। রাতে শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষ শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাঁদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া। পর্যায় ক্রমে জেলার ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো হবে।’

কম্বল বিতরণকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন তাঁর দুই শিশু সন্তান ওয়াসিফ, সুহিনা ও সহধর্মিণী জান্নাতুল ফেরদৌসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ