Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ের জাল সনদ বিক্রি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৩
বিশ্ববিদ্যালয়ের জাল সনদ বিক্রি

ঢাকার কেরানীগঞ্জে জাল সনদ, সনদ তৈরির সরঞ্জামসহ মো. মাসুদ মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গতকাল বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) স্কোয়াড কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জাল সনদ প্রস্তুতকারী ১টি চক্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ জাল করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি ভুয়া সার্টিফিকেট, ১টি সিপিইউ, ১টি মনিটর ও ১টি প্রিন্টার উদ্ধার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছেন। বিভিন্ন জাল সনদ তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

এলাকার খবর
Loading...