Ajker Patrika

ধামরাইয়ে ইউএনওর স্বাক্ষর জাল, গ্রেপ্তার ৩

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৮: ৪০
ধামরাইয়ে ইউএনওর স্বাক্ষর জাল, গ্রেপ্তার ৩

ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকীর স্বাক্ষর জাল করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরের দিন গতকাল সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকার হামিদুল ইসলাম স্বপন, হাতকোড়া গ্রামের আব্দুল কাইয়ুম, বাইচাইল গ্রামের হামিদুর রহমান জসিম।

জানা যায়, হামিদুল ইসলাম স্বপন নিজের জমিতে শ্যালো মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আব্দুল কাইয়ুম এর নিকট বেশ কিছু টাকা দেয়। কাইয়ুম ও জসিম দুজনে মিলে নিজেরাই বিদ্যুৎ সংযোগের অনুমতিপত্রে ইউএনওর স্বাক্ষর জাল করেন।

পরে কুশুরা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমের কাছে ইউএনওর জাল স্বাক্ষরকৃত অনুমতি পত্রটি জমা দেন স্বপন। এ সময় অনুমতি পত্রে ইউএনওর স্বাক্ষরটি ডিজিএমএর সন্দেহ হলে তিনি উপজেলা কৃষি অফিসে বিষয়টি অবহিত করেন। পরে জাল স্বাক্ষর হওয়ায় ইউএনও কার্যালয়ের অফিস সহকারী শামীম আহমেদ ধামরাই থানায় একটি মামলা করেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা, ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) অসিম বিশ্বাস বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছিল। পরে তদন্ত করে জাল স্বাক্ষরের সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ধামরাইয়ের ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এই বিষয়টি জানার পর তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। পরে তাঁদের তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত