Ajker Patrika

মাদক ও ইভ টিজিং প্রতিরোধে মতবিনিময়

গোপালপুর প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১: ১৯
মাদক ও ইভ টিজিং প্রতিরোধে মতবিনিময়

গোপালপুর পৌরসভার বৃহত্তর সূতী এলাকায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সূতী বলাটা ঈদগাহ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।

ঈদগাহ কমিটির সভাপতি রফিকুল ইসলাম হ‌ুমায়ূনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর কাউন্সিলর কাউন্সিলর মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ প্রমুখ। এ সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি বলাটা ও সূতী গ্রামের নানাস্থানে বেড়েছে মাদকের ছড়াছড়ি। ফলে প্রায়ই ঘটছে চুরিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। বিদ্যালয়ে যাওয়া আসার পথে ছাত্রীরা ইভটিজিংয়ে শিকার হয় কিশোর গ্যাংয়ের কাছে। মারামারিসহ প্রকাশ্যে মাদক সেবন করে এসব বখাটেরা। এসবের বিরুদ্ধে কেউ কিছু বললে উল্টো তাঁদের হাতে নাজেহাল হতে হয়। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বক্তাদের আশ্বস্ত করে বলেন, মাদক, চুরি, ইভটিজিং রুখে দিতে প্রথমে এলাকাবাসীকে সোচ্চার হতে হবে। এসব অপকর্ম বন্ধে থানা-পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। সূতী এবং বলাটা গ্রামকে মাদক ও বখাটেমুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত