Ajker Patrika

সংসার যেন নিম ফুলের মধু

বিনোদন ডেস্ক
Thumbnail image

স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালে জবা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান পল্লবী শর্মা। এরপর টিভি পর্দায় সেভাবে আর পাওয়া যায়নি পল্লবীকে। অবশেষে তিনি আবার ফিরছেন। জি বাংলা সম্প্রতি প্রকাশ করেছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’র প্রোমো। তাতে মুখ্য চরিত্রে দেখা গেল পল্লবীকে। ‘যমুনা ঢাকি’র নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধে নতুন সিরিয়ালে অভিনয় করছেন তিনি।

‘নিম ফুলের মধু’ সিরিয়ালের প্রোমো শুরু হয়েছে দুই বাড়ির অন্দরের দৃশ্যের মাধ্যমে। বিয়ের জন্য পৃথকভাবে পল্লবী ও রুবেলকে ছবি দেখানো হচ্ছে। দুজনেই দুটো ছবি পছন্দ করে। বেজে ওঠে বিয়ের সানাই। গায়েহলুদের আসরে বান্ধবীরা পল্লবীকে প্রশ্ন করে, ‘সেই তো জয়েন্ট ফ্যামিলিতে গেলি, পারবি তো?’ তখন পল্লবীর উত্তর, ‘বর যদি আমার পাশে থাকে কেন পারব না!’

তবে কেউ যে তাঁর পাশে থাকবে না, সেটা বিয়ের প্রথম দিনই বুঝে যায় পল্লবী। যেমনটা সে ভেবেছিল, স্বামী কিংবা শাশুড়ির কাছ থেকে উল্টো ব্যবহার পায়। আশাহত হয় সে। তবে পল্লবীর পাশে এসে দাঁড়ায় ওই বাড়ির ঠাম্মা, এ চরিত্রে আছেন লিলি চক্রবর্তী। পল্লবীর মাথায় হাত রেখে তিনি বলেন, ‘বিয়ের প্রথম বছর হলো নিম ফুলের মধু। তেতোটুকু পার করলে তবেই না মিঠের হদিস পাবি।’

জানা গেছে, নভেম্বর থেকে জি বাংলায় শুরু হবে ‘নিম ফুলের মধু’র প্রচার। তবে নতুন সিরিয়াল প্রচারের সুখবরের সঙ্গে উড়ে এল আরেক সিরিয়াল বন্ধের খবরও। ‘নিম ফুলের মধু’ যখন প্রচারে আসবে, একই সঙ্গে প্রচার শেষ হবে ‘পিলু’ সিরিয়ালের। শোনা যাচ্ছে, নভেম্বরের শুরুতেই হবে ‘পিলু’র শেষ দিনের শুটিং। এ সিরিয়ালের স্লটেই দেখা যাবে ‘নিম ফুলের মধু’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত